পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ¢ጳ ভবানন, জয়ানন্দ। লক্ষ্মীকান্ত—বড়িশার সাবর্ণ চৌধুরীগণের আদিপুরুষ। জয়ানন্দ-বাশবেড়িয়া রাজবংশের আদিপুরুষ । আর ভবানন্দ কর্তৃক, কৃষ্ণনগর রাজবংশের স্বচনা হয় । আমরা কালীঘাট প্রসঙ্গে, লক্ষ্মীকান্ত সম্বন্ধে বিশদ ভাবে জালোচনা করিব। কারণ বর্তমান কালীঘাটের সহিত এই লক্ষ্মীকাস্তের বংশধরগণের সম্বন্ধ হচ্ছেদ্য । প্রতাপ—লক্ষ্মীকান্ত প্রভৃতির হস্তে রাজ্যভার অর্পণ করিয়া, শুভদিনে মোগল-সাম্রাজ্য আক্রমণের জন্য যাত্রা করিলেন । নদী-বহুল সুন্দরবন বিভাগে, নৌকা-যানে সেনাচলাচল করা সৰ্ব্বাপেক্ষণ সুবিধাকর ভাবিয়া, স্ববৃহৎ পোতাদি, সৈন্য ও রসদ পরিপূর্ণ করতঃ, তিনি মুন্দরবনের ব্যাঘ্র-ভীতিময় স্থান সমূহের মধ্যদিয়া,নোঁকণ চালাইতে লাগিলেন । অগ্রপশ্চাতে কয়েকখানি পোত ব্যুহুরূপে থাকিয়া, মধ্যবর্তী সৈন্য-পূর্ণ নৌকাগুলির রক্ষক রূপে চলিল । প্রতাপ,স্বন্দরবন পার হইয়া—গঙ্গার পড়িলেন। সপ্তগ্রাম সেই সময়ে বাণিজ্যপূর্ণ উন্নত বন্দর-মোগল-রাজকর্মচারিদের প্রধান আশ্রয়-কেন্দ্র । প্রতাপ সপ্তগ্রামে উপস্থিত হইয়া, এক দল সেনাসহ সহসা নগর আক্রমণ করিলেন । এই সংবাদ দেশের সর্বত্রই ব্যাপ্ত হইল। সুযোগ পাইয়া, উড়িষ্যার হিন্দু নৃপতিগণ ও নির্জিত পাঠানগণ, নানাদিক হইতে মোগল-সাম্রাজ্য আক্রমণ করিতে লাগিল । দেশময় একটা মহা হলস্থল পড়িয়া গেল । - মোগলদিগের গঙ্গাতীরবর্তী আশ্রয়-কেন্দ্র সমূহ আক্রমণ করিতে করিতে, গ্ৰতাপ রাজমহলে উপস্থিত হইলেন । বিদ্রোহী পাঠানেরাও এই সময়ে তাহার সহিত যোগ দিল । মোগলের রাজমহল দুর্গ হিন্দু-সৈন্ত কর্তৃক অবরুদ্ধ হইল । রসদ না পাওয়ায় ও ভবিষ্যতের শোচনীয় পরিণাম বুঝিয়া, মোগল-সেনাপতি ও সেনাগণ প্রতাপের হস্তে আত্মসমর্পণ করিলেন । রাজমহলে স্ব-নিৰ্ব্বাচিত একজন শাসনকৰ্ত্ত নিযুক্ত করিয়া, প্রতাপ পাটনাভিমূখে অগ্রসর হইলেন। ইতি পূৰ্ব্বে বিহার-প্রদেশের জমাদারগণও মোগলদের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়াছিলেন। প্রতাপকে বিজয়ীরূপে আসিতে দেখিয়া, তাহারা তাহার পতাকার অধীনতা স্বীকার করিলেন। শঙ্করের সহিত বিহার প্রদেশের অনেক ক্ষমতাপন্ন ভূস্বামীর বন্ধুত্ব হইয়াছিল। প্রতাপ ইহাদিগের সহিত মিলিত হইয়া, পাটনা-নগরী আক্রমণ করেন। পাটনা উন্নত সহর। বিহারের মোগল—রাজধানী। মোগলের প্রধান সেনানিবেশ। প্রতাপ ইহা পূৰ্ব্ব হইতেই বুঝিরা, বীরবিক্রমে, অসম সাহসিকতার সহিত যুদ্ধ করিতে লাগিলেন। কয়েকদিনের ভীষণ যুদ্ধে এবং br'