পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২৮ কলিকাতা সেকালের ও একালের । কৌন্সিলের সদস্যপদে নিযুক্ত হন। বাঙ্গলার ছোটলাট-কৌলিলেও তিনি একবার গবর্ণমেণ্ট কর্তৃক নির্বাচিত হইয়াছিলেন। ওকালতি করিয়া প্রসন্নকুমার ঠাকুর, বৎসরে দুইলক্ষ টাকা পৰ্য্যন্ত উপায় করিয়াছেন। পরে, তিনি ওকালতি ব্যবসা ছাড়িয়া দিয়া, সাধারণ হিতকর কার্য্যে মনোযোগ দেন। মৃত্যুর পূর্বে এক উইল করিয়া, প্রসন্নকুমার সাড়ে ছয়লক্ষ টাকা ধৰ্ম্মার্থে ও শ্বিক্ষণকাৰ্য্যের উৎসাহের জন্য দান করিয়া যান। ইহার aros, fsnaar stri “Tagore Law Professorship"sz szŮ ff## হয়। র্তাহার পুত্র, জ্ঞানেন্দ্রমোহন বাঙ্গালীর মধ্যে প্রথম ব্যারিষ্টার। কিন্তু খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বন করায়, প্রসন্নকুমার জ্ঞানেন্দ্রমোহনকে উত্তরাধিকার হইতে বঞ্চিত করিয়া, তাহীর ভ্রাতপুত্র মহারাজা স্যর যতীন্দ্রমোহন ঠাকুরকে, তাহার উত্তরাধিকারী করিয়া যান। প্রসন্নকুমার ঠাকুর সেকালের একজন আদর্শ জমিদার, আদর্শ ব্যবহারজীব ও আদর্শ দাতা ছিলেন । ডেভিড হেয়ার। বর্তমান হেয়ার-স্কুল—ডেভিড হেয়ারের অবিনশ্বর কীৰ্ত্তিস্তম্ভ। কিন্তু তাহা হইলেও, কলেজ ষ্ট্রীটের গোলদীঘিতে র্তাহার সমাধিস্তম্ভ এখনও র্তাহার কীৰ্ত্তি ঘোষণা করিতেছে। প্রেসিডেন্সি কলেজের মাঠেও তাহার একটা শ্বেত-প্রস্তরময় মূৰ্ত্তি স্থাপিত আছে। হেয়ার সাহেব, এদেশীয় ছাত্রদিগের পরম বন্ধু ছিলেন। এদেশীয়গণ যাহাতে ইংরাজি ভাষায় উচ্চশিক্ষা লাভ করে, তজ্জন্য তিনি জীবনব্যাপী চেষ্টা করিরা গিয়াছেন। ডেভিড হেয়ার স্কটল্যাণ্ডের অধিবাসী। ১৮০০ খ্ৰীষ্টাব্দে তাহার জন্ম হয়। প্রথমে তিনি ঘড়ীর ব্যবসায়ে জীবিক অর্জন করিতেন। পরে নিজের স্বাৰ্থত্যাগ করিয়া এদেশীয় জনসাধারণের শিক্ষা ও উন্নতির মহাত্ৰতে জীবন সমর্পণ করেন। জীবনে তিনি যাহা কিছু উপায় করিয়াছিলেন সবই বঙ্গদেশবাসীর জন্য ব্যয় করিয়া গিয়াছেন। হিন্দু-স্কুল ও সংস্কৃত কলেজ যে জমীর উপর স্থাপিত, তাহা এই মহাহভব ডেভিড হেয়ারের দান করা সম্পত্তি । মেডিকেল কলেজের উন্নতির জন্যও তিনি যথেষ্ট চেষ্টা করেন। শবদেহ ব্যবচ্ছেদ ভয়ে তখন কোন বাঙ্গালী ছাত্র, মেডিকেল কলেজে প্রবেশ করিতে চাহিত না। ডেভিড হেয়ারের চেষ্টায় তাহদের এই কুসংস্কার দূরীভূত হয়। কেবলমাত্র ইংরাজী