পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b কলিকুতুহল । কেহ বলে ভ্রমজালে গেল চিরদিন। যুবতীযৌবন জলে না হইয়। মীন। নারী কি অমূল্য ধন নারি চিনিবারে। বেদবাদ বিপিনেতে ঘুরি বারেই ! আনন্দ চিন্ময় রস ব্রহ্ম বেদে কয় । কামিনীর কলেবরে সে করে উদয় । শিবশাস্ত্রে শুনেছি সে সাধন বিশেষ। তবে কেন কুরস সেবনে পাই ক্লেশ ! অন্যে কয় পাপালয় হয় যদি নারী । তথাপি ত. হারে কভু তেজিতে না পারি। মুখ দুঃখ ভিন্ন আর কোন বস্তু আছে । আগে সুখ করি নহে দুঃখ হবে পাছে ॥ পরলোকে হৈলে দুঃখ কে দেখিবে পরে। এখনতো করি মঞ্জী ঘরে কিম্বা পরে ॥ আর জন কহে এত কেন ভাব ভাই। রমণীসঙ্গমে পাপ তাপ কিছু নাই। তা হইলে ইন্দ্র কেন হুরে অহল্যারে । তারা বা ভজিল শশধরে কি প্রকারে । ব্ৰহ্মা হয়ে কেন বা দুহিত। কাছে যায়। সদাশিব কেন সদা কুচিনী পাড়ায়। বৃন্দাবনে বিষ্ণু দেখ ব্ৰজ নারী লয়ে । তা হৈলে রমিবে কেন লোকনাথ হয়ে ॥ অতএব মিছা কেন আতঙ্গেতে মরি। সুখেতে গোঙাই কাল নারী হৃদে ধরি। কামিনী কাম কাননে করিয়া শয়ন । মদন রস অলসে মুদিয়া নয়ন ॥ অার না হেরিব বেদৰূপ বিষ লতা । শ্রবগেতে ন৷ শুনিব শাস্ত্রের খলতা । ব্রাহ্মণ পণ্ডিত গুলা হয়, মহাভণ্ড। নাহি দেখি তাসবার সমান পাষণ্ড ।