পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! কলিকুতুহল। 84 মরি, মদনের দায় গো । এৰূপে সে রামাগণ, কামে হয়ে অচেতন, করে নানা আকরণ, করিতে মানস গে। গুণনিধি হেসে কয়, কলির কলুযাশয়, ভাবিলে কি কভু হয়, এমন সাহস গো । অথ যুদ্ধাগণের বিবেকনাশ । পয়ার : কলির আদেশে কাম করিয়! যতন । বসন্তু সামন্ত সঙ্গে করয়ে শাসন ॥ তরুতে মুঞ্জরী হয় গুঞ্জরে ভ্রময়। কোকিলার কলরবে করয়ে ফাপর বহিছে সুগন্ধ মন্দ তাহে সমীরণ ! মদমশাসনে কিসে ধৈর্য হবে মন। যুবাগণ প্রস্ফুটিত হেরি তরুলত। প্রকাশিল সদে মনসিজ তরুলতা । শিথিল হইল জ্ঞান বিবেক সবার কামেতে কামিনীময় দেখে এসংসার । সবে বলে গেলহ যাগ যোগ আদি । কেমনে এমনে মনে করিব সমাধি }। গেল২ বেদ বিদ্যা বিনয়িতা সব। বণিতা বিনোদ বিন সকলি কৈতব। হায়২ হলোনাক ভজন সাধন। ধৈর্য্য ধৰ্ম্ম আদি সব ধংসিল মদন। রমণী কি মণি হেন লাগিল মানসে। লভয়ে নিৰ্ব্বাণ সুখ যাহার পরশে ॥