বিষয়বস্তুতে চলুন

পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ কলিকুতুহল। করি আমি তবে । মন্ত্রী কহে মহারাজ না করচিস্তন। আছে সছুপায় এক অতিসুলক্ষণ ॥ এভারতবর্ষে আছে যতেক মানব । অদ্যপি সে সবে নাহি হয়েছে বৈষ্ণব ॥ আছে শাক্ত শৈব গাণপতা বহু লোক। উপায়ে নাশহ মহারাজ নিজ শোক ॥ ক্রোধ সেনাপতিপ্রতি কর আজ্ঞাপন । দ্বেষ দন্তু সহ সেই সাজুক এখন। বঙ্গরাজ্যে আছে যত ধাৰ্ম্মিক সকল । আক্রম করুক তাসবারে করি বল ॥ লোভ তাহে রাগ আদি সহচর সনে গমন করুক তার পশ্চাতে যতনে । মায়। আর মোহ নামে তব সেনাপতি । মৃেচ্ছদেশে যার বাস কল্লিছে সম্প্রতি 1 বিবেকের ভয়ে তারা ভারত ভবনে । প্রবেশিতে নাহি পারি রক্তে দুঃখিমনে । ম্লেচ্ছমাঝে মহাম্মদ মোজেস্ আখ্যান ! মায়ামোহ দুইজনে আছে বিদ্যমান। আজ্ঞা কর তাদিগে আসিতে এই দেশে । দেখিবে তাদের শক্তি প্রকাশিবে শেষে ॥ যার ভয়ে তার ছেথ না করে আগতি । সে বিবেক এখন হয়েছে হীন অতি স্থা গিয়াছে যৌবন তার । হয়েছে প্রাচীন। মদনের ভয়ে ভীত তাছে প্রতিদিন। অতএব মায়ামোহ তেজি তার ভয় । এখন আসিয়া হেখ লভুক বিজয় । শুনিয়াছি ভাগবতে অন্য বিবরণ। কোঙ্কবেঙ্ক দেশে পূর্বে ছিল ষে রাজন । অৰ্হৎ তাহার নাম খ্যাত চরাচরে । সে