পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెళి কলিকুতুহল। মিসনরী। টোমরা যে গঙ্গার জলকে পৰিট জ্ঞান করিয়া ঠাক সেইজলে আর পুষ্করিণীর জলে প্রভেড কি ? § পণ্ডিত । তোমাদিগের জর্দননদীর জলে ও অন্যান্য জলে যেৰূপ প্রভেদ আমাদিগের গঙ্গাজলে ও অন্যান্য জলেও সেইৰূপ প্রভেদ ? মিসৃনরী। টোমরা মাটি ও পাঠর ডিয়া যাহাকে গড়াও টাহাকে ঈশ্বর ভাবিলে কি টোমাডের পরিট্রাণ হইবে ? পণ্ডিত ! ই ! যদি রুটি এবং মদিরাকে ঈশ্বরের মাংস ও শোণিত জ্ঞানে ভোজন পান করিলে তোমাদিগের পরিত্রাণ হয় তবে মাটির ঈশ্বর গড়াইয়। পূজা করিলে অবশ্যই আমাদিগের পরিত্রাণ হইবে ? মিসৃনর । টুমি বড় পাপী আচ, টোমার সঙ্গে বিচার করিটে চাহি না কিন্টু টোমাকে'বণুভাবে উপডেশ কহি টুমি সেই ডয়ালু প্রভুর উপাসনা কর যে প্ৰভু টোমাডিগের পাপের প্রায়শ্চিট্ট নিমিউ আপন প্রাণ পরিট্যাগ করিয়াচেন ? * পণ্ডিত। যদি তোমাদিগের প্রভু পরবঞ্চক না ছইত তবে আমি তোমাদিগের প্রভুর উপাসনা করিতশম ? } - মিসৃনরী। অামাভিগের প্রভু পরবঞ্চক কিসে? পণ্ডিত। আমরা শুনিয়াছি তোমাদিগের ধৰ্ম্মপুস্ত