পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• لها ঘনিষ্টতা করিয়াছিলেন। এক দিন ছুই জনে গাড়ী স্থাকাইয়া বড়বাজার দিয়া যাইতেছেন, ছোসেন গাড়ী থামাইতে ধলিলেন। পরে উভয়ে নামিয়া কোন রোকড়ের দোকানে গেলেন এবং হোসেন গিনি কিনিবার প্রস্তাব করিলেন। দোকানদার লোহার সিন্মুক হইতে কয়েকট গিনি বাহির করিয়া দেখাইল । ছোসেন সেগুলি একটু বিশেষ ভাবে অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন এবং দামে না বনায় লওয়া হইল না, এইরূপ প্রকাশ করিয়! ফেরত দিলেন। তৎপর দিবস আবার স্কুই জনে সেই দোকানে গিয়া জানিলেন, ঠিক সেই কয়ট স্বর্ণমুদ্র তালা-চাবীর ভিতর হইতে অন্তৰ্হিত হইয়াছে । তদবধি সাহেব ভীত হইয়া ছোসেনের সঙ্গ ত্যাগ করেন । ( २ ) লাহোর হইতে প্রচারিত ১৮৯৫ খৃষ্টাব্দের ২৩শে এপ্রিল তারিখের সিবিল-মিলিটারি গেজেটে প্রকাশ :– ত্রিবাছুরের রাজধানী ত্ৰিবান্দ্রম্ নগরে কয়েক বৎসর হইল, এক জন যোগী আসিয়া তত্ৰত্য পদ্মতীৰ্গম নামক সরোবরতীরস্থ বটবৃক্ষমূলে আসন স্থাপিত করেন। কোথা হইতে আগমন, কোন জাতীয় বা কোন সম্প্রদায়ের সন্ন্যাসী, কেহ বলিতে পারে না । প্রথম অষ্ট্রাহকাল মধ্যে তিনি ছুইতিনবারুমাত্র কিঞ্চিৎ দুগ্ধ ও দুই একটা রপ্ত পানাহার করেন ; ক্রমে উপবাসকাল বন্ধিত হইয়া তিন চারি মাস পরে একেবারে অনশন ব্রতাবলী হ’ন । এই ভাবে একটা অগ্নিকুণ্ডের সন্মুখে হাত-পা গুটাইয়া তিন বৎসরকাল পড়িয়া ছিলেন । এই সুদীর্ঘ সময়ের মধ্যে