পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । র্তাহার প্রতিভা তেজে সঞ্চারিত প্রাণ অজ্ঞান-তিমির গেল জ্ঞানের বিকাশে । করিয়া প্রাচীন ব্রহ্ম-জ্ঞানের প্রচার আর্য্য-বেদ-অভ্যাদি-শাস্ত্র মথি সযতনে করিলেন মৃতদেহে জীবন-সঞ্চার ভারত সতেজ পুনঃ হ’ল এত দিয়ে ! বহু-দিন-জন্ত বহু-কারণের তরে বৈদিক-ধৰ্ম্মের দেশে নাম ডুবেছিল ; এবে তা’য় পুনঃ বহু-পরিশ্রম-পরে স্থমহাপণ্ডিত সেই রাজা উদ্ধারিল। বহু দিন পর্য্যটন করি? বহু-দেশে বহু-শাস্ত্র অধ্যয়ন করি? বহু-কালে ভারতবাসী সকলে কহিলেন শেষ “জ্ঞান-বিনা কৰ্ম্মকাণ্ড যাইবে বিফলে “অতএব আৰ্য্য মুনি-ঋষিদের কথা, “যদ্যপি জীবনে চাও আত্মার কল্যাণ, “উচিত না হয় কভু করিতে অন্যথা ; “বৃথা দেশে ‘পৌত্তলিক ধৰ্ম্ম-অনুষ্ঠান। “অনন্ত-পরম-ব্রহ্মে দাও প্রাণ-মন, “তিনি ভিন্ন মুক্তির উপায় আর নাই । “মোক্ষপ্রদ সনাতন-ধর্মের কারণ - “যাইতে হ’বে না আর বিদেশীর ঠাই ;