পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । الجينيا “ঘরে বসি পাবে সবে অমূল্য-রতন, “আছে সকলি অনন্ত আর্যের শাস্ত্রেতে । “জড়োপাসনায় বৃথা-সময়-হরণ, “ইহ-পর-কালে কোন ফল নাহি তা’তে । স্তব্ধ হ’ল শুনি’ লোক রাজার বচন, দোষ না দেখিল তা’র যুক্তি বা তর্কেতে, ধৰ্ম্ম অনুরাগী পাঁচ-সাত-দশ-জন এক মত হ’ল আসি’ রাজার মতেতে । স্থাপিত হইল ব্রহ্ম সমিতি নূতন, ৫ প্রচারিত হ’ল ধৰ্ম্ম সমগ্র দেশেতে। তাজি তনু ইঙ্গভূমে শ্রীরামমোহন কাদায়ে সবায় চলি’ গে’লেন স্বগেতে । মহর্ষি-দেবেন্দ্রনাথ পথে চলি’ তার, দ্বিগুণ-বলেতে তেজ করিয়া প্রকাশ, দেশে শুনাইল ব্রাহ্মধৰ্ম্ম-সমাচার, সংস্কার করি মত করিল বিকাশ ।ণ

  • রামমোহন রায়ের স্থাপিত সমাজের নাম বৈদান্তিক । সমাজ ছিল, তাছার রচিত গীত পুস্তকাদি দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি কৰ্ম্ম ও জন্ম-জন্মান্তরবাদ মানিতেন। "

+ প্রকৃত পক্ষে আধুনিক ব্রাহ্মধৰ্ম্মের জন্মদাতা মহর্ষি দেবেন্ত্র নাথ ঠাকুর। কৰ্ম্মফলে জীব বারম্বার পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া থাকে; এই মত তিনিই উড়াইয়া যান। -