এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কলিযুগ। 8.* গীত । * ( বাউলের সুর ) ধন্য হে কেশব তুমি । পুণ্যভূমি ভারত মাঝে উদয় হ’লে । তোমার ঐ নববিধান, ধৰ্ম্মের প্রাণ,
- কেমন ক’রে কোথায় পে’লে ? এমন হে স্থধামাখা, ফল-শাখা
-পূর্ণ তরু কে আনিলে ? তুমি হে সার বুঝেছি, ভাল আছ, д সেই তরুর ছায়াতলে ৷ এ তরু কোথা ছিল, কে আনিল, কা’র কাছে হে তুমি পে’লে ? কে তোমায় স্নেহবশে, ভালবেসে হাতে হাতে এনে দিলে ? তরু যে বাড়বে কত, জানি না ত মোরা সব মুখের-দলে। তবু ভাই! বুঝেছি ভাব, তরুর প্রভাব তেজে শীতলতা মিলে ॥ এ গাছের তলে বসে, কত দেশে r কত ভক্ত জীবন পেলে । কেশবের জীবদশাতেই এই গান রচিত ও প্রকাশিত হুইয়াছিল ।