পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । 欲夺 “কৃষ্ণ, খৃষ্ট, মহম্মদ, মুস, জোরোস্তর আদি—অবতার পৃথিবীতে ; অবনত-শিরে সবে প্রণাম করিবে ভক্তিভরে সরল মনেতে ” এই ভাবে সনাতন-ধৰ্ম্মের বীরতা প্রচারি’ পতিত বঙ্গভূমে কত পাপী-তাপী-জনে উদ্ধার করিয়ে গেলেন দু’জনে স্বৰ্গধামে। কেশবের যে সময়ে বড় প্রাদুর্ভাব, jo দয়ানন্দ উদিলেন বারাণসী-ধামে ; দ্বিতীয়-শঙ্কর জ্ঞানে, অমিত-প্রভাব নামে-কাজে-সরস্বতী, বিশিষ্ট সংযমে। যেমন সুদীর্ঘ বপু, প্রশস্ত ললাট, তেমনি অকুতোভয় ভীমের সমান, অদম্য উৎসাহ, মুক্ত হৃদয়-কবাট, সাক্ষাৎ যেন সরলতা মূৰ্ত্তিমান । বৈদিক-ধৰ্ম্মের পুনরুদ্ধার-কারণ A. অবতীর্ণ গুর্জরেতে পণ্ডিত ধীমান ; আর্য্যধৰ্ম্ম-সারকথা করিতে জ্ঞাপন 塗 উপনীত হইলেন বিশ্বেশ্বর-স্থান ।