পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీe কলিযুগ । ব্যবসায়ী যত সব কাশীস্থ ব্রাহ্মণ চৌদিকে ঘেরিল বীরে সপ্তরথী-প্রায় ;– কাশীরাজ সেনাপতি সৈন্য-অগণন,--- অবশেষে সকলের হ’ল পরাজয় । সে শাস্ত্র-সংগ্রামে কাশী কঁাপিয়া উঠিল, সঙ্গে সঙ্গে দেশময় বহিল তুফান :– পাষাণাদি মূৰ্ত্তিপূজা বেদে না মিলিল, ঘোষিত হই। ভারতের সর্ববস্থান । গোরক্ষার জন্য সদা উৎকণ্ঠিত-প্রাণ, আর্য্য-শিল্প-উন্নতির কতই যতন ! আজীবন করিলেন সুধী-গুণবান ভারত-কল্যাণ-হেতু আত্মসমপণ । নানা-জনপদ শেষে করি’ পর্যটন, সৰ্ব্বত্র বেদের সত্য করিয়া প্রচার প্রতিষ্ঠা করিলেন আৰ্য্য-সমাজ নূতন, খণ্ডন করিয়া মত মূৰ্বতি-পূজার। —“বেদ-প্রতিপন্ন-ব্রহ্ম,যজ্ঞ, শুদ্ধাচার, চতুর্বর্ণ-বিভাগাদি শুভ-ব্যবস্থান “পুনরায় না আনিলে ভারত-উদ্ধার হবে না, হ’বে না কভু –বিধির বিধান।”