পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

26 o - কল্পদ্রুম। ব্ৰহ্মা। বরুণ, অন্য পথ দিয়ে চল। ওদের হাওয়া গায়ে লাগলে পাপীঃও পাপ হয়। দেবগণ ক্রমে যাইয়া প্রেতশিলার সন্নিকটে উপস্থিত হইলেন। বরুণ ৰুহিলেন “ এখানে পিণ্ড দিলে পূৰ্ব্বপুরুষগণ প্রেতত্ত্ব হইতে মুক্ত হন। এই সময় কতকগুলি বাঙ্গালী স্ত্রীলোক পরম্পরে গল্প করিতে করিতে প্রেতশিলার সন্নিকটে আসিয়া উপস্থিত হইল। উহাদের মধ্যে একজন কহিল “ বোস দিদি, আমাদের শ্বশুরের মামাতোভায়ের পিশ্বশুরের ভাগ্নের নামটা কি তোর মনে আছে ? আহা ! বড় ছেলে বাপকে জুতা মারায় তিনি আফিং খেয়ে মরেন । শোনা যায় মরে ভূত হয়ে অত্যন্ত উপদ্রব কচ্চেন। যে সব ছেলে ! মিন্সের উদ্ধার হবার আর উপায় নেই,একটা পিণ্ডি দিয়ে গতি করতাম । ” আর একজন কহিল “ ম| গো ! গীটা ক'টা দিয়ে উঠে, কাল রাত্রে স্বপ্নে দেখি—আমার মেজে ননোদ হাতে শাখা কপালে এক কপাল সি দূর আমার শিওরে এসে খোন খোন! কথায় বলেন “ বেী, gBBBS BB BttD BttBB BBB B gS guBS YBB BBB ड्रट्नीनौ । खनऊँ श्रीनिं श्राङ्क्ल घ८ङ्ग भtब्र ८उँाभारमब्र बॉनद1श्रीप्न পে স্ত্রী হরে অাছি । " আর এক রমণী কাঁদতে কাদতে বলেন “ দেখ মা মোক্ষদা, কাল স্বপ্নে দেখিচি—কৰ্ত্তা যেন শিওরে বসে বল্লেন “ গিরি, শাস্তিপুরে পূজোর বার্ষিক আদায় করতে যাবার সময় কামারডেঙ্গীর খালে ডাকাতের আময় ঠেঙ্গায়ে মারে। সেই হতে আর আমি তোমাকে দেখতে পাইনি। মৃত্যুর পর হতে আমি তথায় একটা সিমূল গাছে ভূত হয়ে আছি। যদি কপাল ক্রমে গয়ায় এসছ আমার গতি করে, একটা পিণ্ডি দিতে ভুলে না। ” (চক্ষে অঞ্চল দিয়া ) মোক্ষদা মা ! আমি কার জন্য গয়ায় এলাম ? তিনি ষে এগু করে বল্লেন এ লজ্জ। আর কোথায় রাখবো ? আমার কি বাছা! তিনিতে পিণ্ডি খেয়ে স্বর্গে গিয়ে স্বৰী হউন, আমার কপালে যা আছে হবে, আমি মরিক বাড়ীর হাড়ি ঠেলে ঠেলে দিন কাটাব। তারতে আর দয়া মায় নেই, থাকলে অসময়ে ফেলে পালাবেন কেন ? দেবগণ এই সব কখ। শুনিয়া অত্যস্ত দুঃখিত হইলেন। র্তাহারা নিজ নিজ পিতৃগণ উদেশে পিণ্ডদান করিয়া নিজের নিজের জন্য কিছু জমা রাখিলেন। নারায়ণকে পিণ্ডদান করিতে না দেখিয়া ব্ৰহ্ম কহিলেন “ নারায়ণ, ভাৰচো কি ? কিছু পিণ্ডার্পণ কর। তখন নারায়ণ প্রত্যেকের নাম উল্লেখ পূর্বক এই মত পিণ্ড দিতে লাগিলেনঃ