পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপেন্দন্ম ক্ষিতীশবংশাবলীচরিতম্। ( সমেমণ ও সমালোচনা । ) প্রথম পরিচ্ছেদ । কোন কাজের প্রয়োজন জানিতে পারিলে প্রতিপাদ্য বিসয় বুঝিতে স্বতঃ অভিলাষ জন্মে । ক্ষিতীশবংশাবলীচরিত একখানি গদ্য সংস্কৃত ইতিহাস। ইহাতে আদিশূরের সভায় আগত পঞ্চ যাজিক ব্রাহ্মণের অন্যতম ভট্টনারায়ণ হইতে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ্যাভিষেক পৰ্য্যস্ত অনেক বৃত্তান্ত লিখিত আছে। নবদ্বীপের রাজবংশ অতি প্রাচীন, এবং বদান্যতাগুণে কোন রাজ-পরিবার এত খ্যাতি লাভ করিয়াছেন কি ন সন্দেহ । বঙ্গদেশ তদধিকারভুক্ত এমন পরগণা নাই যেখানে নবদ্বীপ রাজবংশের দত্ত ব্রহ্মোত্তর ভূমি নাই। কৃষ্ণচন্দ্রের সময় নবদ্বীপ দ্বিতীয় অবস্তিনগর হুইয়া উঠিয়ছিল । বিদ্যার আদর, পণ্ডিতদিগের সন্মান রাজ-লক্ষ্মীর যেন অঙ্গভরণ হইয়। পড়িল । নারায়ণ যেন এত দিনে সংসারী হইতে পারিলেন, গৃহের কলহ মিটিয়া গেল,—লক্ষ্মী-সরস্বতী এক সঙ্গে মনের অনুরাগে সংসার ধৰ্ম্ম করিতে লাগিলেন–রাজ-পরিবারে লক্ষ্মীশ্ৰী আর বিদ্যার গৌরব কিছুরই অভাব রহিল না। এমন প্রসিদ্ধ রাজ-বংশের ইতিবৃত্ত্ব লিখিত মাই ইহ দেখিয় লড়া হেষ্টিংস কোন পণ্ডিত দ্বারা নবদ্বীপ রাজবংশের বিবরণ, লেখাইবার জন্য কৃষ্ণচন্দ্র রাজাকে বিশেষ অনুরোধ করেন । লাট, সাহেবের নিৰ্ব্বন্ধীতিশয় অতিক্রম করিতে না পারিয়া দুইখানি পুস্তক লিখিত হয়—একখানি সংস্কৃত ভাষায়,তাহার নাম ক্ষিতীশবংশাবলীচরিত। আর একখানি বাঙ্গাল ভাষায়, তাহার নাম কৃষ্ণচন্দ্রচরিত ( ১ ) । ক্ষিতীশ-বংশাবলী-চরিত পুস্তকখানি বিলক্ষণ সরল সংস্কৃত শবে গ্রথিত (১) লর্ড বেণ্টিন্ধের সময়ে কৃষ্ণচন্দ্রচলিত নামধেয় আর একখানি বাঙ্গালা পুস্তক লিপি হইয়াছিল। তাহ মুদ্রিত ও প্রকাশিত হয় । ( 8న )