পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 8ぐり কল্পদ্রুম | দিয়া অতীত হইয়া গিয়াছে, তাহার সংখ্যা নাই। তথাপিও পিরামিডের মস্তক অবনত হয় নাই। বিখ্যাত থিবসী সুন্দরী চন্দ্রনক্ষত্রশালিনী মধুর যামিনীতে অভিসারিকা বেশে এখানে আসিয়া কতই অভিনয় করিয়াছেন ! যাহা হউক, যে দুৰ্দ্দমনীয় কাল মৈসরীয়গণকে অবনত দশায় পাতিত করিয়াছে, পিরামিড যেন তাহাদের পক্ষ অবলম্বন করিয়া সদৰ্পে মস্তকোত্তোলন পূৰ্ব্বক সেই কালের সহিত অবিরত দ্বন্দ্ব করিতেছে, আর বলিয়া দিতেছে, * কীৰ্ত্তিৰ্যস্য স জীবতি ”। প্রাচীন মৈসরীয়গণ এখনও ইহলোক পরিত্যাগ করে নাই, জীবিত আছে ! মিসরবাসীরা ঈশ্বর স্বীকার করিতেন এবং তাহাকে দ্বিধা বিভক্ত করিয়াছিলেন। প্রথম, নেফ, ইনি অনন্তকালব্যাপী । দ্বিতীয় পথ, ইনিই স্বষ্টিকর্তা । ইনি আমেনরূপে জগৎ পালন করিয়া থাকেন। সম্ভবতঃ আমাদের ব্ৰহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ন্যায়। মিসরবাসিরা পরলোক স্বীকার করিতেন। ইহাদের যমালয়ের নাম অমিস্থি। ইহঁরা বলিতেন, মৃত্যুর পর মনুষ্য, পশুপক্ষ্যাদি হইয়া জন্মগ্রহণ করিত ; পরিশেষে আবার কালবশে মনুষ্যরূপে জন্মিত । কেহ কেহ বলিয়া থাকেন, ক্ষেত্রতত্ত্ব বিদ্যার প্রথম আবিষ্কার এখান হইতেই হয়। ঘাহা হউক, মিসরবাসির অধিকাংশ প্রাচীন জাতির ন্যায় বাণিজ্যপ্রিয় ছিলেন। সে দিন পর্য্যন্তও ইহারা ভারত বর্ষজাত দ্রব্যসকল আরবীয় বণিকগণের নিকট হইতে ক্রয় করিয়া ইউরোপের বহুতর দেশে বিক্রয় করিতেন । কায়রো একট প্রাচীন বাণিজ্যপ্রধান নগর। বহু দেশের বহুতর নগরীর বহুতর বfণক এইখানে আসিয়া বাণিজ্য কাৰ্য্য সম্পাদন করিতেন। পৃথিবীর ইতিহাস পাঠে অবগত হওয়া যায়, এক সময়ে ভারতবর্ষের বহুমূল্য মণিমাণিক্যাদি বিক্রয়ার্থ ভারত হইতে মিসরে প্রেরিত হইত। তখন মিড়িয়াবাসিগণের সহিত আসীfরয়দিগের বিবাদ হয়। তখন জনৈক উচ্চপদস্থ হিন্দু মিসরে থাকিয় সে বিবাদ ভঞ্জন করিয়া দিতে যত্নবান হন ( ১ ) । বাইবলে লিখিত আছে, প্রায় সাৰ্দ্ধত্রিসহস্ৰ বৎসর অতীত হইল, যখন যুসেফের ভ্রাতার যুসেফকে জলপূর্ণ গৰ্ত্তে ফেলিয়া দিয়া অtহার করিতে বসেন, তখন তাহারা মৈসরীয়দিগকে আরবীয় বণিকদিগের দ্বারা ভারত সাগরস্থ দ্বীপপুঞ্জের গরম মসলা ও অন্যান্য ( x ) Universal History Vol X X. P. 78.