পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●8b* কল্পদ্রুম | নবদ্বীপের রাজপরিবার গৌরবে আরও যেন কিছু বেশী বেশী অনুরঞ্জিত হইয়াছেন। .می ব্রাহ্মণো সস্ত্রীক সভৃত্য বঙ্গে আগমন করিয়াছিলেন। ইহাতে পূৰ্ব্ব ছুইতেই যে র্তাহার এদেশে বাসের কল্পনা করিয়াছিলেন, তাহ বিবেচন। করা যায় না । সাগ্নিক ব্রাহ্মণের কখন তাহদের স্ত্রী পরিত্যাগ করিয়া কোথাও গমন করেন না । বোধ হয়, স্ত্রী সঙ্গে আসিয়াছিলেন বলিয়া র্তাহারা রত্নগর্ভ বঙ্গদেশ পরিত্যাগ করিলেন না । পাঠক ! বলিতে পারেন, পূৰ্ব্ব হইতে এ প্রদেশে বাসের অভিলাষ না থাকিলে তাহারা দলবদ্ধ হইয়া কেন আসিলেন ? তাহারও বিশেষ তাৎপৰ্য্য আছে । বৈদিক যাগ সমাপন করিতে পাঁচ জন লোক চাই—সদস্য, ব্রহ্মা, উদ্‌গতি, অধ্যযু এবং হোতা। সশিষ্যে শ্ৰীহৰ্ষ এই যজ্ঞের সদস্য ছিলেন, ভট্টনারায়ণ ব্ৰহ্মা,দক্ষ উদগীতা,ছাদড় অধযু এবং বেদগৰ্ভ হোতা । শ্ৰীহর্যের ভৃত্য বিরাট বা দাশরথি গুহ, ভট্টনারায়ণের মকরন্দ ঘোষ, দক্ষের দশরথ বক্স, ছান্দড়ের পুরুষোত্তম দত্ত এবং বেদগর্ভের কালিদাস মিত্র । কুলাচা র্য্যদের পুস্তকে পঞ্চজন ভৃত্যের এইরূপ নামোল্লেখ আছে। কিন্তু একটা গাথায় ব্রাহ্মণদিগের আর কয়েক জন অনুচরের পরিচয় পাওয়া যায় ;– বিপ্র পঞ্চ করণ পঞ্চ ভূত্য পঞ্চ জন । ত্রিপঞ্চেতে উপনীত আদিশূরের ভবন । এই বচন হইতে আমরা কিছুই নিশ্চিত করিতে পারিলাম না । দ্বিজপঞ্চকের অনুগামী পঞ্চজন ভৃত্য ভিন্ন আবার পাঁচ জন করণের উল্লেখ কোন গ্রন্থে নাই । যাগ সম্পন্ন হইলে নৃপতি শ্ৰীহৰ্ষদিকে যথাক্রমে কঙ্কগ্রাম, পঞ্চ কোটি, ব্রহ্ম কোটি, কাম কোটি, হরি কোর্ট এবং বটগ্রাম এই পাঁচ খনি গ্রাম বাস করিবার জন্য দিয়াছিলেন । আমরা বিস্তর সন্ধান করিয়াছিলাম, কিন্তু এই গ্রামগুলির অধুনাতন নাম স্থির করিতে পারি নাই । শ্ৰীহৰ্ষাদির বংশধরেরা এখন রাষ্ট্ৰীয় শ্রেণীর ব্রাহ্মণ বলিয়া খ্যাত। ইহাতে কেহ কেহ অম্বুমান করেন, আদিশূর রাঢ়দেশে ব্রাহ্মণ পাঁচজনকে বাস করাইয়াছিলেন। বিক্রমপুর হইতে রাঢ়দেশ অনেক দুর। রাঢ়ে ব্রাহ্মণের বাস করিলে গৌড়রাজ সৰ্ব্বদা তাহদের সাক্ষাৎ পাইতেন না। তবে কি কারণে এত দূরবর্তী স্থানে তাছাদের বাসস্থান নির্দিষ্ট হইল ? এমন হইতে পারে বিক্রমপুর বহুজনাকীর্ণ নগর ছিল, সে জন্য তন্নিকটে তাহীদের বাসের