বিষয়বস্তুতে চলুন
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল রাজেন্দ্রলাল আচার্য রচিত বেলুনে পাঁচ সপ্তাহ (১৯২৫)।

সাম্প্রতিক সহযোগিতা: কমলাকান্তের পত্র, সীতারাম, ছিন্নপত্র, উনিশে মে: ভাষার সংকট, বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, গ্রাম্য উপাখ্যান, বাজী রাও, রাজমোহনের স্ত্রী, ভারতে অলিকসন্দর, মেঘনাদবধ কাব্য

পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগুমন। や2(堂@r আসিতেছেন। বাবুট কহিতেছেন “ সংস্কৃত ভাষার মত ভাষা আর দ্বিতীয় নাই । ইহার এক এক খানি গ্রন্থে এত মধুর রস ও মধুর ভাব যে, শত শত বার পাঠ করিয়াও তৃপ্তি লাভ হয় না । ” ব্ৰহ্মা ! বরুণ ! সংস্কৃত ভাষার প্রশংসা করিক্তে করিতে চলিয় গেলেন ও বাবুট কে ? উহার মুখে সংস্কৃত ভাষার প্রশংসা শুনিয়া আমার কিছু বিস্ময় জম্মিয়াছে । 曹 ইহার নাম রামদাস সেন। ইনি বহরমপুরের একজন জমিদার। ইনি সৰ্ব্বক্ষণ সংস্কৃত শাস্ত্রের আলোচনা করিতেই ভাল বাসেন। ঐ বিষয়েই অমুরক্ত আছেন, তজ্জন্যই ই হার মুখে সংস্কৃত শাস্ত্রের প্রশংসা শুনিলেন । ব্ৰহ্মা । এই মহাপুরুষের বিষয় আমাকে সংক্ষেপে বল। বরুণ। ইনি দেওয়াম কৃষ্ণকান্তসেন মহাশয়ের পৌত্র এবং লালমোহন সেন মহাশয়ের পুত্র । ১৭৬৭ শকে বহরমপুরে ই’হার জন্ম হয়। এই স্থানের কলেজেই বিদ্যাভাস করিয়াছিলেন। বালক কাল হইতেই ইনি ংবাদ পত্রে পদ্য ও গদ্য প্রবন্ধাদি লিখিতে আরম্ভ করেন । ঐ সমস্ত প্রবন্ধ পরে পুস্তকাকারে প্রচারিত হয় । “ বঙ্গদর্শন ” নামক এক খানি মাসিক পত্র প্রচার হইতে আরম্ভ হইলে ইনি ঐ পত্রে ভারতবর্ষের প্রাচীন ইতিবৃত্ত শিল্প, বিজ্ঞান ও ধৰ্ম্মঘটিত প্রবন্ধাদি লিখিতে আরম্ভ করেন । তৎপরে “ঐতিহাসিক রহস্য” নাম দিয়া ঐ সমস্ত প্রবন্ধ পুস্তকাকারে প্রকাশ করিয়াছেন। এক্ষণে ঐ গ্রন্থের দ্বিতীয় ভাগও প্রকাশ হইয়াছে,তৃতীয় ভাগ প্রকাশের চেষ্টায় আছেন । ই হার “ ঐতিহাসিক ” গ্রন্থ ভারতবর্ষ, ইউরোপ, আমেরিকা প্রভৃতি স্থানে সম্মানের সহিত স্থান প্রাপ্ত হইয়াছে। ইনি ভারতবর্ষের এই সমস্ত প্রাচীন বৃত্তান্ত অনেক দুষ্প্রাপ্য সংস্কৃত ও পালিগ্রন্থ এবং তামূ, শাসনাদি হইতে অনেক কষ্টে সংগ্ৰহ করিয়াছেন। ইনি বহরমপুরের অনরেরি মাজিষ্ট্রেট এবং মিউনিসিপাল, রোডসেস, বিদ্যালয় প্রভৃতির কমিটীর এবং চিকিৎসালয়ের সভ্য। এতদ্ব্যতীত কলিকাতা ও লণ্ডন প্রভৃতি স্থানের অনেক সভার সত্যপদে নিযুক্ত আছেন। ইনি ভট্ট মোক্ষমূলর, বুলার প্রভৃতি ভাষাতত্ত্বজ্ঞ পণ্ডিতদিগের সহিত পত্র দ্বারা প্রাচীন ভারত সম্বন্ধে মুতামত আনিয়া থাকেন । এখান হইতে কিছু দূরে যাইলে এক খানি চাকার উপর আরোহণ করিয়া অতি দ্রুতবেগে এক ব্যক্তি দেবগণের কাণের কাছে ভো করিয়া শব্দ করিয়া