বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৬৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫৬ : কল্পদ্রুম। চলিয়া যাইল। তাহারা পরস্পরে বলাবলি করিতে লাগিলেন—এই কলই সৰ্ব্বাপেক্ষ উৎকৃষ্ট। দান চাই না, ঘাস চাইল্লা, কোচম্যান চাই না অথচ পৃষ্ঠে বহন করিয়া লইয়া যাইতে পারে । " . ব্রহ্ম। আচমকা যাচ্চি এমন সময় চাকাখানা আমার কাণের কাছ দিয়া • ভে৷ ” শব্দে ছুটে যাওয়াতে বুক টা ছপ দুপ কর চে । কত রকম কলই कु८ब्र८छ्, ब्र']ां । 船 র্তাহারা নগরের শোভা দেখিতে দেখিতে এক স্থানে উপস্থিত হইয় দেখেন, একটা বাড়ীর দ্বারে অসখ্য অন্ধ খঞ্জ, আতুর ও ব্যাধিগ্রস্ত ব্যক্তি দাড়াইয়া “ জয় মহারাণী • “ জয় মহারাণী ” শব্দ করিতে করিতে বাড়ীর মধ্যে প্রবেশ করিবার চেষ্টা পাইতেছে, কিন্তু পাহারাওয়াল দ্বার পরিত্যাগ করিতেছে না ; সে কহিতেছে “ তোমরা বাহিরে বসিয়া থাক, রীতিমত ভিক্ষা পাইবে । ” - ব্ৰহ্মা। বরুণ! এ বাড়ীতে কি কোন ক্রিয়া কৰ্ম্ম উপস্থিত, তাই এত কাঙ্গালী জুটেছে ? বরুণ । অজ্ঞে, এ বাড়ীতে কেন ক্রিয়া কৰ্ম্ম উপস্থিত নাই। এখানে প্রত্যহ শত শত লোকের অন্ন মিলে, এই জন্যই এত কাঙ্গালী আসিয়া জুটিয়াছে। এস্থানের নাম কাসিমবাজার। মহারাণী স্বর্ণময়ী নামে এক বিধবা রমণী এই বাড়ীর অধীশ্বরী। স্বর্ণময়ী সংস্কৃত, বাঙ্গাল, পারসী, আরবী, কোন ভাষায় সুশিক্ষিতা নহেন। কিন্তু তিনি এমন বিষয়ের শিক্ষা লাভ করিয়াছেন—এমন বিষয়ের সায়েন্স পাঠ করিয়াছেন যে, দুঃখী ব্যক্তির হুঃখ দেখিলে কাদিয়া ফেলেন। ক্ষুধাৰ্ত্ত ব্যক্তির ক্ষুধা দেখিলে অস্থির হন। বস্ত্রহীনকে বস্ত্র প্রদান, গৃহহীনকে গৃহ প্রদান ইহার স্বভাবসিদ্ধ ধৰ্ম্ম । ইহার কৃপা সকলের উপরেই সমান। ইনি দুঃখি বালককে পাঠের খরচ প্রদান করেন । গ্রন্থকারকে অর্থ সাহায্য করিয়া গ্রন্থপ্রচারের উৎসাহ দেন। নিরাশ্রয় রোগী ব্যক্তিকে আশ্রয় দিয়া চিকিৎসা করান। ইনি নিজ চক্ষে সাধারণ লোককে নিজের পরিবারের ন্যায় দেখেন। কোন দিন মুহারাণীর কোন না কোন সৎকাৰ্য্য না দেখিয়া স্বৰ্য্যদেৰ অস্তগামী হন না। ইনি রমণীরতন। বঙ্গদেশ ইহাকে বক্ষে ধারণ করিয়া ধন্য এবং বাঙ্গালীরাও ইহাকে প্রাপ্ত হইয়া ধন্য হইয়াছেন। রাণী অতুল ঐশ্বর্ঘ্যের অধিকারিণী হইয়াও স্বর্থী নহেন, বিধাতা আজীবন ইহাকে বোধ