কাদম্বরী নাটক । (চন্দ্রাপীড়ের ফল জল আহার ) চন্দ্র । দেবি ! আপনি অহার করুন ? মহা । অবশ্ব, অতিথি সেবনান্তে আমার আহারে কোন প্রতিবন্ধকতা নাই। (আহার ) চন্দ্রা । (ক্ষণ বিলম্বে ) ভগবতি ! তবে এ দাসের প্রতি রূপ । করে আপনার বিবরণ কীৰ্ত্তন করুন, আমার শ্রবণ লালসা সাতিশয় বৃদ্ধি হয়েছে। মহ। রাজকুমার! এই হতভাগিণীর জীবন বৃত্তান্ত সাতিশয় ভয়াবহ ঘটনায় পরিপূর্ণ। যখন প্রতিশ্রত হয়েছি, আর উপায়ান্তর নাই, শ্রবণ করুন। অমরপুরে যে অঙ্গর নামক এক জাতী আছে বোধ করি শুনিয়া থাকিবেন, সেই অপরদিগের চতুর্দশকুল, দক্ষ প্রজাপতির কন্যা অরিষ্ঠার গন্ধৰ্ব্ব সন্মিলনে চিত্ররথের জন্ম হয়। দেবপ্রসাদে ঐ মহানুভব গন্ধৰ্ব্ব লোকের অধিপতি হয়ে ভারতবর্ষের উত্তরে হেমকূট পৰ্ব্বতে আধিপত্য করেন। গৌরী নামে এক স্বৰূপ অঙ্গর তাহার সহধৰ্ম্মিণী হয়,—বলিতে হৃদয় বিদারিত হয়,এই হতভাগিনী মহাশ্বেতা তাহাদর পরিণয় তরুর এক মাত্র ফল। পিতা মাত ও অন্যান্য পরিজনবর্গের যে কতদূর আম্পদের পত্রিী ছিলাম তা অবক্তব্য। শৈশবকাল এইৰূপ আহলাদ আমোদে বিগত করলেম। তৎপরে প্রভাতীয় প্রভাকরের রশ্মি দর্শনে যেমন সুকোমল কমল তুরায় প্রস্ফুটিত হইয় উঠে, আমারও সেই ৰূপ নব যৌবনের উদয় হলো । একদা জননী ও অন্যান্য পরিজন সহকারে ঐ অচ্ছেদ সরোবরে স্নানার্থে আমরা এই স্থানে সকলে আসি,—পরিজনবর্গ অন্যান্য কার্য্যে ব্যাপৃত থাকায়, আমি একাকিনী চারিদিকে স্বভাবের শোভা সন্দর্শনে ভ্রমণ করতে আরম্ভ করলেম, এমন সময় পুণ্ডরিক
পাতা:কাদম্বরী নাটক.djvu/১২
অবয়ব