কাদম্বরী নাটক। *\ কখনই হবে ন—ত হলে তিনি এতদূর আগ্রহ সহকারে আমার অভ্যর্থনার কারণ ব্যস্ত হবেন কেন ? হায়!— [ আহারীয় ফল ও অন্যান্য দ্রব্যাদি লইয়া মহাশ্বেতার প্রবেশ । ] মহ। রাজকুমার! আমি সামান্য তপস্বিনী, শীলতল ও তরুতল আমার আশ্রম ও সামান্য ফল জল আমার অভ্যর্থনার সম্বল, আমার সৌভাগ্য ক্রমে যেমন পথভ্রমে এই স্থানে আগমন করেছেন, তেমনি আমার অনুরোধ ক্রমে এই সমস্ত ফল গুলি আহার করে চরিতার্থ করুন। চন্দ্র। দেবি ! আমার কারণে যে আপনাকে এতদূর অপরিসীম কষ্টে নিপতিত হতে হবে, তা স্বপ্নেও জ্ঞাত নই, তা হলে কখন একাল পর্য্যন্ত এস্থানে অবস্থিতি করতেম না। অনশনে থেকে দেবরাধনা করে, এত ক্লেশ পুৰ্ব্বক আপনি আমার কারণে এত উদ্বিগ্ন কেন ? মহী । রাজকুমার ! পাশুপত ব্ৰতাবলম্বিনী ইষ্টদেবারাধনায় থেকে, কখন কোন বুভূক্ষা জ্ঞান করতে পারেন, কিন্তু উজ্জয়িনী রাজকুমার কিন্নরমিখুনের অনুসরণে যোজনেক পথ ভ্রমণ করে অবস্ত ক্ষুধিত হতে পারে, তার কোন সন্দেহ নাই। যাহা হউক, আপনি : যৎকালীন আমার নিকট আতিথ্য স্বীকার করেছেন, তখন আপনার অনাহারে থাক, আমায় মহাপাপে কলুষিত করা। চন্দ্র। দেবি । আপনার ইচ্ছা অটল ও আজ্ঞ অলঙ্ঘনীয়, আমি অবশ্ব আহার করবে,কিন্তু আপনি প্রতিশ্রুত হেন যে, অহিরান্তে আত্মপরিচয় প্রদানে এ অধীনকে কৃতাৰ্থ করবেন ? - মহ। প্রতিশ্রুত হলেম, মনের দুঃখ অন্যের নিকট কীৰ্ত্তন করলে, শোকের অনেক লাঘব হয়।
পাতা:কাদম্বরী নাটক.djvu/১১
অবয়ব