পাতা:কাদম্বরী নাটক.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 কাদম্বরী নাটক । রাগিণী খাম্বাজ।—তাল মধ্যমান। যে অবধি সে বদন, হেরেছে এ নয়ন। দেখিবারে আর কারে, নাছি হয় উন্মোচন। - সমস্ত জগত ময়, তিক্তময় বোধ হয়, তাপিত হৃদয় যেন, সদা উচাটন। শয়নে স্বপনে, সেই রূপ পড়ে মনে, সেই হাসি সেই কথা, হৃদে জাগে অমৃক্ষণ। এইৰূপ প্রকারে কিছুদিন বিগত হলে,—তার পর একদিন দেখলোম, সেই প্ৰাণেশ্বরের প্রিয় সহচর কপিঞ্জল আমার দ্বারদেশে দণ্ডায়মান। যসবাস্তে র্তার অভ্যর্থনা করে নাথের কুশল জিজ্ঞাসা করতে, তিনি সবিস্তার উত্তর করলেন ধে, “বালে! যদ্যপি ব্ৰহ্মহত্যা পাপে আপনার আত্মাকে কলুষিত করতে ন চাও, তা হলে তুরায় অচ্ছেদ সরোবরের সন্নিদ্ধ শূলপাণির মন্দিরে এখন চল,তোমার বিরহে আমার প্রিয় বয়স্ত পুণ্ডরিকের আসন্ন কাল উপস্থিত —জানিন, এতক্ষণ তিনি কেমন আছেন। আমি চল্লেম, তোমার যা উচিত হয় করে।” এই মাত্র বলে তিনি দ্রুতপদে চলে গেলেন। অন্ধকারে পদক্ষেপ করুবমাত্র অহীদংশনে যেমন একেবারে স্তম্ভিত হতে হয়, প্রাণে শ্বরের, আমার বিরহে, এইৰূপ দুর্দশ শ্রবণ করে, আমার তদুনুৰূপ গতি হলো । বতাহত কোমল লতিকার ন্যায় একেবারে সংজ্ঞাশূন্য হয়ে ভূতলে পতিত হলেম-কতক্ষণ সেৰপ অবস্থায় ছিলাম জানিন, সখীগণের প্রযত্নে প্রাণ প্রাপ্ত হয়ে শুদ্ধ আমার প্রিয়সঙ্গিনী অরলিকাকে “ অচ্ছেদ-সন্নিদ্ধ দেবমন্দিরে এই মাত্র বলে উন্মদিনীর ন্যায় বাট হতে বহিষ্কৃত হলেম, কোন দিগ দিয়ে কিৰূপে