পাতা:কাদম্বরী নাটক.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8ఫి হর । এ তে তোমাদের মন্দ কথা নয় । আমি কখন খাইনি, খণব কেমন করে ? আর যদি নেশা হলো । কালি । না, নেশা হবে না, এক সিপ খাও । দোয়ারি। বলে--“চিরকাল গেল ছেলে খেয়ে আজি বলে ডগমৃ” অণমণদের সঙ্গে তোমার তার চালাকি কৰ্ত্তে হবে না । ছেনালি রেখে দাও, ঐ টুকু সোনা হেন মুখ করে খাও, তার পর তোমাকে অণর কেউ জেদ কৰ্ব্বে না । হুর- ওতে বাবু শরীর বড খণরাপ করে । কত স্ত্রীলোক মদ খেয়ে একেবারে বয়ে গিয়েছে । কালি। “হিয়ার ! হিয়ার ! ( করতালি ) দোয়ারি । আমি চঞ্জ ম । (গমনোদ্যত) কেদার । অণরে বোলোনা হয়েছে কি ? দোয়ারি । না আমি চল্লম । (গাত্ৰোখান ) কেদার। বোসে বোসে । দোয়ারি । আরে না আমি বোস বো না । সেই অবধি বকে বকে আমার মুখে ফেকে পড়লো, অণর বল্‌ছি আমার মোউতগৎ হয়েছে। তা না শুনে মাগি লেকচার দিতে লাগল, আর মিনসে বগোল তুলে হাততালি দিতে লাগল । এমন বেল্লিকদের সঙ্গে আমি এয়ারকি দিতে চাইনে । কেদার । তারে না না তুমি বোসে । আমরা এই বারেই আরম্ভ করে দেবো । হরকলি তবে তুমি একটু খাও । যদি না ইচ্ছে হয় তবে খেরে কােজ নেই । কালি । তুমি না খেলে আমরা কেউ খাবো না । হর । সত্যি সত্যি বাবু আমি মদ খাইনে । তা যেকালে তোমরা সকলে জেদ করচে তামি খাই, কিন্তু অণর অণমাকে খেতে জেদ করোনা । (মদ্য পান করিয়া) গামছাট দ্যাও । - (4)