পাতা:কাদম্বরী নাটক.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । * SeR জানিতে পারে" ? অামাদের যে কত কষ্ট লে ভগবানই জানেন । আমাদের দুঃখু দেখেও কেউ দেখে না, শুনেও কেউ শোনে না । অণগে অাগে আমাদের সকলে কত যত্ন করত, স্নেহ মমতা কর ত, এখন আমাদের দাসীর মত । ব্যবহার করে । কেউ ফল দেখলে, কাৰু ছেলে হলে, কাৰুদের বাউীতে জামাইষষ্টিতে জামাই এলে, সকলে কত সাদৃ অtহলাদ করে । আমরা চখে দেখে, আমাদের অণগেকার কত কথা মনে পড়ে, অণর বুকে যান শেল বেঁধে, মনের দুঃখু মনেই থাকে, অর্ণর অtড়ালে গিয়ে দু ফোট৷ চোকের জল ফেলি । শক্ত রও যান আমাদের মত দুঃখু পায় না । আমরা চির দুঃখিনী জন্মেছি, এখন তেমনিই থাকতে হবে, তার পর এক সময়ে সব দুঃখু ঘুচে যাবে। ( ক্রন্দন ) কামিনী । (বামা সুন্দরীর হস্ত ধারণ পূৰ্ব্বক) ঠাকুর ঝি তোমার যত দুঃখু আমি বুঝতে পেরেছি। দেখ ভাই দুঃখু করে আর কি হবে বল দিকি ? যভ ওসকল কথা মনে না পড়ে তারির চেষ্টা করা উচিত । বামী । ওসকল কথা কি সাধ করে মনে অগনি ? অাপনা হতে অশসে কি কৰ্ব্বে বল ? কাদ। সত্যি সত্যি ভাই, ওদের কি সাধারণ দুঃখু দেখ খিদে পেলে দুবার ভাত খাবার যে নেই । লোকের পাতে মাচের মুড়ো, কিন্তু ওদের সীগ শস্বড়ি দিয়ে ভগত খেতে হবে । সকলে কত গহনা পণতি, কত ভশল ਦੇਸ਼ কাপড় চোপড়, পরে, ওদের চুড়ি গাছটাত্ত হাতে দেবীর যে নেই । আর সেই ঠ্যাণ্ডে ওঠা থানফীড়া পরতে হবে । একি কম কষ্ট বোম্ব ?