পাতা:কাদম্বরী নাটক.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিশ বাবুর বৈটক খান । হরিশ বাবু এবং সুবোধ অপসনি । স্থরিশ । হরিহর বাবুর কন্যার সঙ্গে । সুবোধ । আমি তা জানতেমন । হরিশ । সে কি ! প্রায় পোনের দিন হলো যে হরিহরর ভয়ার সঙ্গে এই বিষয়ের কথা স্থির হয়ে গেছে । সুবোধ ! আমি কখন স্বপ্নেও ভাবিনি যে এমন হয়েচে । হরিশ। তুমি যে দেখচি আকাশ থেকে পোড়ু লে? বাড়ীর ভিতর এ কথা তোমাকে কেও বলে নি ? সুবোধ ! আমি ত বাড়ীর ভিতর প্রায় যাই নে ! কেবল যদি নলিনী পোড়তে আসে, তা হলে বোঁকে অপর নলিনীকে পড়া বোলে দিতে যাই । হরিশ । তোমরা বয়ে গিয়েছ যাও, বে বি গুলোকে কেন তার বইয়ে দ্যাও । মেয়ে মানুষের আবার পড়া কি ? সে যা হোক বোধ হয় এখন তোমার বিবাহ করতে কোন অণপত্তি নেই ? সুবোধ । আগে আমার বিয়ে কোর তে যত অনিচ্ছা ছিল এখন তার চতুগুণ বেশি হয়েছে। হরিশ । এখন ত আর বল্পে চলবে না । কথা ধার্য্য হয়ে গিয়েছে। স্থবোধ । তবে আর আমাকে কেন জিজ্ঞাসা কোর চেন ? হরিশ। দেখছিলেম তোমার এই সম্বন্ধে মন আছে কি না ? সুবোধ। অামার মন নেই ।