কদম্বরী নাটক । مرالا কেয়ু হী-ভগবতী মহাশ্বেত তাকে অনুরোধ করায়, তিনি এখানে তঁর সমডিব্যাহারে আসছেন, বোধ করি তঁরা আগতপ্রায় আমি দেখি । I কেয়ূরকের প্রস্থান । কাদ। (স্বগতঃ) তাইতে, অপরিচিতের কথা শ্ৰুতমাত্র আমি এমন হলেম কেন? আমি যদ্যপিও তার ৰপ বা গুণ কিছুমাত্র পরিচিত নহি, তত্ৰাচ আমার বিষম প্রতিজ্ঞ যেন তার শুভাগমন শ্রবণ করে, প্রভাকরের উদয়ে নিশা তিমির-রাশির ন্যায়, অন্তর্ধ্যান হয়ে যাচ্ছে । জনেক সখী। দেবি । আপন আপনি কি বলছেন,—একটা পরম ৰূপবান যুব সহকারে ভগবতী মহাশ্বেতা আপনার পুরী প্রবেশ করেছেন { কাদ। (সচকিতে) কৈ ? এই যে, এসো২ প্রাণসঙ্গিনী এসে, একবার আলিঙ্গন করি। (চন্দ্রাপীড় সহকারে মহাশ্বেতার প্রবেশ ) মহ। এসে সখি এসে, একবার তোমার শরৎসুধাকর-বিনিনিত মুখচন্দ্র সন্দর্শন করে তাপিত প্রাণ শীতল করি। কাদ। এসো সই, এই পালঙ্কে বসে। মহা। অগ্ৰে উজ্জয়িনী রাজকুমারকে আহ্বান কর, আমি তো তোমারই । কাদ। (সলাজে ) মহাশয়! আমার পরম সৌভাগ্য যে, প্রিয়সখীর প্রসাদে আপনার সন্দর্শন, বিনা কষ্টে লাভ কল্লেম, অনুগত জ্ঞানে সিংহাসন পরিগ্রহণ করে চরিতার্থ করুন।
পাতা:কাদম্বরী নাটক.djvu/২২
অবয়ব