পাতা:কাদম্বরী নাটক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক। సిసి চন্দ্র। (আসন পরিগ্রহণান্তর স্বগতঃ) আমেরি-মার! কি সুরমণীয় কামিনী রত্ন। সন্দর্শন করে নয়ন যুগল সার্থক হলে, বিধাতার যে এতদূর নির্মাণ কৌশল, তা আগে জ্ঞাত ছিলেম ন-কিন্তু এতাদৃশ সংযত ৰূপলাবণ্য মধূরিম দেখে সে ভ্রম অন্তহৃত হলো। কিন্তু বিস্ময়ের বিষয় এই যে, তিনি এমন লোচনানন্দদায়িক কামিনীরত্ব স্বজন করতে, কি দ্রব্য ব্যবহার করেছেন ? মৃত্তিক গঠন তে কদাচ এৰূপ নয় ? কি আশ্চৰ্য্য! যত দেখি, ক্ষোভ আর পূর্ণ হয় না, একবার দর্শনেই যেন মন প্রাণ সমস্ত ওঁর প্রণয়শৃংখলে আবদ্ধ হয়েছে, ছাড়াবার আর উপায়ান্তর নাই। আমার পূৰ্ব্ব জন্মার্জিত যে কত পুণ্য ছিল, তাই এমন ললনার সন্দর্শন লাভ হলো। মহা । দেখ সই! প্রজাপতির কি সুচারু নিৰ্ম্মাণ কৌশল ! এত ৰূপরাশি একত্রে সংযত হওয়া সৰ্ব্বদ ঘটে না। উজ্জয়িনীরাজকুমার কিন্নরুমিথুন অনুসরণে এসে, আমার মন নয়ন হরণ করেছেন, সেই জন্য তোমার নিকট দণ্ডিত করতে এনেছি। কাদ। সখি! আজ তোমাকে পরিহাস প্রিয় দেখে, যে আমি কতদূর আহ্নাদিত হলেম, তা বহুতে পারিন, ইচ্ছা করি যেন এই ভাব ভূরায় চিরস্থায়ী হয়—যাহোক তাল গ্রহণ কর। মহা। উজ্জয়িনী যুবরাজ আগন্তুক, অগ্রে ওঁকে দাও, তার পর আমরা লব । কাদ। (একান্তে) সখি! আমার বড় লজ্জা হচ্ছে, তুমি দাও । মহা । সেকি ? অতিথি সৎকারে প্রতিনিধি দেওয়া চলে না। কাদ। আচ্ছ ভাই। (অধোমুখে কর প্রসারিত করিয়া তামূল বিনিময়ে আপনার কর প্রদান । ) -