পাতা:কাদম্বরী নাটক.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§3. কদম্বরী নাটক । * চন্দ্র। কি বল্পে কেয়ুরক! গন্ধৰ্ব্ব কুমারী আমার রাজ্যে প্রত্যাগমনবার্তা শ্রবণ করে সংজ্ঞাহীন হয়েছিলেন, এবং অদ্যাপি অনশনে আছেন ? (বক্ষে করাঘাত পূৰ্ব্বক) হা হৃদয়! তুই এমন ভয়াবহ কথা শুনে এখন বিদীর্ণ হলিনে ? ভবে তিনি যে আমায় প্রাণীপেক্ষ ভাল বাসেন, তার তো আর অনুমাত্র সংশয় নাই। রাগিণী ললিত-বিভাষ --তাল যৎ । রে হৃদয় পাষণে বুঝি, হয়েছে তোর গঠন। নতুবা এখন কেন, নাহি হলি বিদারণ ॥ সেই যুগক হাসিনী, তব লাগি পাগলিনী, শুনিয়ে এমন বাণী, কেমনে থর জীবন। যার প্রেম আশা করে, ভাসিতে হতাশ নীরে, এবে বুঝি পেরে তারে, করিতেছ অযতম। চল প্রাণ ত্বর করি, যথা আছে সে সুন্দরী, বলগে তার পায়ে ধরি, ক্ষম দোষ প্রাণধন ॥ কেয়ু যুবরাজ ! ওৰূপ বৃথা মৌখিক অনুশোচনায় কোন ফল নাই, যদ্যপি ভর্তুদারিকায় জীবিত দেখতে চান, তো তুরায় হেমকুটে চলুন,—বিলম্ব হলে বোধ করি আর র্তার সহ সক্ষণতের সম্ভাবনা নাই। - চন্দ্র। কেয়ুরক! অতি বিহিত প্রস্তাব করেছ, একথা শ্রবণ করে আমার এতদূর চিত্ত চঞ্চলত বৃদ্ধি হয়েছে যে, আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়েছি। আচ্ছা, আসবার সময় সখা বৈশম্পায়নের সহ সাক্ষাৎ হয়েছিল ? -