পাতা:কাদম্বরী নাটক.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 কদম্বরী নাটক। (জনেক পত্রবাহকুের প্রবেশ) इs झूठ ! कि गश्दांन ? পত্র বাহক। রাজকুমার! স্কন্ধাবার দশপুরী পর্যন্ত আনিত হয়ে এসেছে । চন্দ্র। বটে, অতি সুসংবাদ । আচ্ছ বার্তাবহ বিশ্রাম গৃহে গমন কর । পত্র বাহক। যে আজ্ঞ রাজকুমার। [ পত্রবাহকের প্রস্থান । চন্দ্র। (পুনঃ স্বগতঃ) তবে আমায় বয়স্যের মনে পড়েছে? আমি মনে করেছিলেম যে, তিনি বুঝি আমায় একেবারে ভুলে গেলেন। যা হোক সখার উপদেশ পেলেই আমি তদনুযায়িক কাৰ্য্য করি,–কিন্তু আমি যেৰূপ অধৈর্য্য, তার রাজ্যে আগমন পৰ্য্যস্ত প্রতীক্ষা করতে পারি না। পিতার অনুমতি গ্রহণ করে না হয় আমি । দশপুরী পর্যন্ত অগ্রগামী হয়ে যাই—হঃ। এই যে পিতা ও মন্ত্রী মহাশয় আমার মন্দিরেই আস্ছেন,— (তারাপীড় ও শুকনাশের প্রবেশ ) পিতঃ ! মন্ত্রী মহাশয়! প্রণাম হই । উভয়ে। বৎস! দীর্ঘায়ুভব । (উভয়ের উপবেশন) তারা। শুকনাশ! কুমারের দিগ্বিজয় সংবাদ শ্রবণ করে প্রজাগণ যেৰূপ সন্তুষ্ট হয়েছে, তা এ সময়ে কুমারের উদ্বাহ ক্রিয়া সমাপন করে ওঁকে রাজ্য দেওয়াই বিধেয় হচ্ছে না ? শুক । মহারাজ! অতি বিহিত বিষয় স্মরণ করে দিয়েছেন, কুমার এখন সমস্ত বিষয়ে সিদ্ধকম হয়েছেন, তা তুরায় কোন উপ