পাতা:কাদম্বরী নাটক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক i - 80t , যুক্ত পাত্রীর সহ বিবাহ দেওয়াই উচিত, বৈশম্পয়ন প্রত্যাগত হলে সে বিষয় যাহাতে শীঘ্র হয় করা যাবে। চন্দ্র। পিতঃ ! বয়স্য স্কন্ধাবার সহকারে দশপুরী পর্যন্ত এসেছেন,—এই মুহূৰ্ত্ত মাত্র এক জন বার্তাবহ সেখান হতে এসেছিল, . কিন্তু তার সহ সাক্ষাৎ করার জন্য আমার এমৃনি চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি হয়েছে যে, আপনার অনুমতি হলে আমি তত্রস্থানে অগ্রগামী হয়ে সখাকে সমভিব্যাহারে নিয়ে আসি । - তারা। বৎস! জগতের মধ্যে বন্ধুতা অপেক্ষ কিছুই আর কুমতীয় মনোবৃত্তি মনুষ্যজাতির নাই। বৈশম্পায়নের সহ তোমার ঈদৃশ সৌহার্দ্য দর্শনে আমি সাতিশয় পরিতুষ্ট হয়েছি। অতএব আমি তোমায় অনুমতি দিলেম যে, তুমি তাকে সহকারে নিয়ে এসে | . চন্দ্র। পিতঃ ! আপনার অনুগ্রহীতায় আমি সাতিশয় পরিতুষ্ট হলেম । ( বিলাসবর্তী ও মনোরমার প্রবেশ ) মনে । বৎস চন্দ্রপীড় ! এক জন বাৰ্ত্তাবহ মুখে শুম্লেম যে, বৎস বৈশম্পায়ন স্কন্ধাবার সহ দশপুরীতে আগুসার করেছে না? চন্দ্র। সখী-জননি। আপনি যা বলছেন সৰ্ব্বৈ সত্য, এবং আমিও সেই কারণে তাকে অগ্রবর্তী হয়ে আনৃতে যাচ্ছি। বিলা । তা দেখো বাবা, আবার যেন বিলম্ব করে, আমাদের মনোকষ্ট দিও না, আর এই বারে আমার বধূমাতার মুখ দর্শন করু বার বড় বাঞ্ছা হয়েছে, তুমি প্রত্যাগত হলেই তোমার বিবাহ দিব। চন্দ্র। (অন্যদিকে) হায়! আমি যদি জননীকে হেমকুটের সমস্ত কথা বলতে পারতেম, তা হলে উনি কতদূর আহ্নাদিত হতেন।