পাতা:কাদম্বরী নাটক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झनश्तौं गिर। Εξ' অনুতাপিত বদন ও অশ্রুপূর্ণ লোচনদ্বয়, আমার চিত্তাকাশে উদিত হচ্ছে, তাকে যে আমি কি বলে বোঝাব, এই চিন্তাতে আমার হৃদয় বিদারিত হচ্ছে। হায়! আমি আত্ম-মুখে কেন ওমন ভীষণ অভিসম্পতি দিয়েছিলেম? অবশ্য রাজকুমার-মখার মনে কোন শোক বা ক্ষোভের বিষয় স্মরণ হওয়াতে, তার তদনুৰূপ গতি হয়েছিল, বোধ হয় আমার ন্যায় তার কোন প্রণয়িণীর প্রতিমূৰ্ত্তি চিত্তমুকুরে প্রতিফলিত হওয়াতে, আমার সন্দর্শনে তার সেই সমস্ত স্মরণ হওয়াতে, তিনি ওৰূপ দশাগ্রস্থ হয়েছিলেন। আমি নিজে বিরহিণী হয়ে বিরহীর দুঃখ বিবেচনা করা উচিত ছিল । সহসা রাগান্ধ হয়ে, এৰূপ অভিসম্পাভ দেওয়া ভাল হয় নাই। হায়! এখন কি করি? আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার এতাদৃশ কলঙ্ক হতে উদ্ধৃ তা হবার আর উপায় নাই । ( মৌনে স্থিতি ) তর। দেবি । আর ও ভাবনায় মগ্ন থেকে কষ্ট পাবেন না,— আপনি যথাবিহিত ধৰ্ম্মকার্য্যে ব্যাপৃত থেকে সমস্ত বিস্তৃত হউন । ( মহাশ্বেতারস্পাশে উ"ধশন ) ( মেঘনাদ ও সহচরগণ সহ অদূরে চন্দ্রাপীড়ের প্রবেশ ) চন্দ্র। মেঘনাদ ! কৈ আমি তো সখার কোন প্রকার চিহ্নও পেলেম না, গিরীগুহ, নদীতীর, লতকুঞ্জ প্রভৃতি সমস্ত স্থান তো সৰ্ব্বতোভাবে অন্বেষণ করলেম, কোথাও ত তার সন্ধান পেলেম না; তিনি কি আমার গন্ধৰ্ব্ব নগরী যাত্রা শ্রবণ করে, আমার সহ তত্ৰ । স্থানে সনদর্শনার্থ অগ্রে যাত্রা করেছেন ? পত্র। রাজকুমার! অবশ্য তা হলে তিনি এস্থলে কোন চিহ্ন g