পাতা:কাদম্বরী নাটক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক। ఖెత్లీ মছা । সই! তুমিতে তবু স্বচক্ষে দেখে প্রবোধে স্থির হচ্ছে, কিন্তু আমার যে সে উপায়ও ছিল না,-আমি সুদ্ধ দেববাক্য বিশ্বাস কোরেই এতাবৎ কাল এইরূপ ভাবে আছি । মদ । যথার্থ রাজকুমারি । এমন অদ্ভুত ব্যাপার কখন চক্ষে দেখ দূরে থাক, কখন শ্রবণও করি নাই,-প্রাণবায়ু বহির্গত হলে যে, অসার দেহু স্বজীবাবস্থার ন্যায় থাকে এ সুদ্ধ দেবতাদের বিশেষ মানুগ্রহে,-দেব কপিঞ্জল যে শাপ বৃত্তান্ত কীৰ্ত্তন কোরে গেলেন, তা সৰ্ব্বৈ সত্য,—নতুবা এরূপ ঘটনা কদাচ দৃষ্ট হয় না, তোমার মনোরথ যে অবিলম্বে সিদ্ধ হবে তার আর কণামাত্র সন্দেহ নাই । রাগিণী বিভীষ। তাল যত । অীশু মনোরথ তব পূরিবে স্বজনী । বৃথা শোকাকুল অার, হুইও না বিনোদিনী ॥ হেন অদ্ভূত ঘটন, কেহ করেনি শ্রবণ, অবিকৃত রছে দেহ, কোথা পলাইলে প্রাণী । বহু যোগ তপবলে, চন্দ্রম পতি লভিলে, কায় মনে ভাব সই, ভবের ভবিনী । কাদ । মদলেখে ! আমাদের তো এ স্থলে যত দিন পৰ্য্যন্ত নাথ পুনৰ্ব্বার না জীবন প্রাপ্ত হন,ততদিন অবস্থান করতে হবে,—ত পাছে হেমকুটে পরিজনবর্গ ও পিতামাতা, কোন অমঙ্গল ঘটনা প্রত্যাশায় এস্থলে আসেন, —ত হলে তাদের দর্শনে আমার শোক আরো দ্বিগুণীকৃত হয়ে উঠবে, কোন ক্ৰমেই আমি সে শোক-বেগ সম্বরণ কোত্তে পাৰ্ব্বে না, অত