পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী করিলেন ; আপনার পরিচারিক। তরলিকাকে তো দেখিতেছি না, সে এখন কোথায় আছে ? মহাশ্বেতা বলিলেন ; গন্ধৰ্ব্বরাজ চিত্ররথের মহিষীর নাম মদির । ইনিও একজন অন্সর। ইহাদেরও একটি মাত্র মেয়ে কাদম্বরী । ছেলেবেল হইতেই কাদম্বরীর সহিত আমার খুব ভাব । আমার এই অবস্থার কথা শুনিয়া কাদম্বরী প্রতিজ্ঞা করিয়াছে, যে পর্য্যন্ত আমি এ অবস্থায় থাকিব, সে পৰ্য্যন্ত সে বিবাহ করিবে না । গন্ধৰ্ব্বরাজ ও তাহার মহিষী কাদম্বরীর এই অদ্ভূত প্রতিজ্ঞার কথা শুনিয়া ভারি ব্যস্ত হইয়া পড়িয়াছেন । র্তাহার ক্ষীরোদ নামক এক সংবাদবাহককে পাঠাইয়। কাদম্বরীর প্রতিজ্ঞার কথা আমাকে জানাইয়াছেন । আমি ক্ষীরোদের সহিত তরলিকাকে কাদম্বরীর নিকট পাঠাইয়া দিয়াছি । কাদম্বরীকে বলিয়া পাঠাইয়াছি, একে, আমি জীবন থাকিতেও মরিয়া আছি, তুমি কেন আমার যন্ত্রণা আরও বাড়াও ! তোমার প্রতিজ্ঞার কথা শুনিয়! আমি বড়ই দুঃখিত হইয়াছি । তুমি যদি সত্যই আমার মঙ্গল কামনা কর, তবে এই অদ্ভূত ংকল্প ছাড়, পিতামাতার ইচ্ছামত কাজ কর । তরলিক। কাদম্বরীর নিকট যাইবার পরক্ষণেই আপনি এখানে আসিয়াছেন । সে রাত্ৰিতে মতfrশ্নত রাজকুমারকে শিলার উপর পল্লবের ৫২