পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী রাজা আদেশ কৰিলে দেীবাবিক চণ্ডাল-কন্যাকে বাজ সভায় লইয়া আসিল । চণ্ডালের মেয়ে বাজসভায় আসিযা একেবারে হতবাক্ ! দেখিল, উপবে সোনাব কাজ-কবা এক প্রকাণ্ড চাদোয়, চাবিদিকে তাৰ মণিমুক্তার ঝলিব । বহুমূল্য বেশভূষায় সাজিয়া নানা দেশেব রাজাবা বসিয়াছেন। রাজার এক পাশে সোনাব আসনে রাজার আত্মীয়েব, অন্য পাশে মন্ত্রীরা বসিয়া বহিয়াছেন। রাজা এক মণিময় সিংহাসনে বসিয়া বাজকাৰ্য্য কবিতেছেন। চণ্ডাল-কন্যা সভায় প্রবেশ করিতেই সকলেব দৃষ্টি তাহাব উপর পড়িল । মেয়েটির আগে একজন বুদ্ধ এবং পিছনে সোনাব খাচী হাতে লইয়া একটি ছেলে আসিঙেছিল । মেয়েটির রূপ-লাবণ্য দেখিয়া সভাব সকলেই মুগ্ধ হইয গেল। চণ্ডালের ঘরে এমন সুন্দরী মেয়ে, এ যেন তাহদেব বিশ্বাসই হইতেছিল না । চণ্ডাল-কন্ত ও তাহার সঙ্গীবা বাজাকে প্রণাম কবিল । রাজ। তাহাদেব দিকে চাহিলে বৃদ্ধটি হাত জোড় করিয়া বলিল ; মহারাজ, এই শুকপার্থীটি ভগবানের এক অস্তুত স্মৃষ্টি। এ সকল শাস্ত্র জানে, বাজনীতি জানে, ভাল বস্তৃতা করিতে পারে। এমন কি, যে সকল বিড়া মামুষেও জানে না, সে-সকল বিদ্যাও ইহাৰ কণ্ঠস্থ। এই পাখীটির নাম বৈশম্পায়ন। আপনি ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, জ্ঞানে