পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপকথা সাত ভাই একত্তরে চাপা হ’য়ে ফুটিতরে এক বোন ফুটিত পারুল । সম্ভব কি অসম্ভব একত্রে আছিল সব দুটি ভাই সত্য আর ভুল । বিশ্ব নাহি ছিল বাধা, না ছিল কঠিন বাধা, নাহি ছিল বিধির বিধান, হাসি কান্না লঘুকায় শরতের আলো ছায়া কেবল সে ছুয়ে যেত প্রাণ । আজি ফুরায়েছে বেলা, জগতের ছেলেখেলা গেছে আলো-আঁধারের দিন । আর ত নাইরে ছুটি মেঘরাজ্য গেছে টুটি', পদে পদে নিয়ম-অধীন। মধ্যাহ্নে রবির দাপে বাহিরে কে র’বে তাপে তালয় গড়িতে সবে চায় । যবে হায় প্রাণপণ করে তাহ সমাপন খেলারই মতন ভেঙে যায় । > S