পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবির প্রতি নিবেদন দেখ, হোথা নদী পৰ্ব্বত, অবারিত অসীমের পথ । গ্ৰহতারাময় তা’র রথ । সবাই আপন কাজে ধায়, পাশে কেহ ফিরিয়া না চায় । ফুটে চির রূপরাশি, চির মধুময় হাসি আপনারে দেখিতে না পায় । হোথা দেখ একেলা আপনি আকাশের তারা গণি গণি’ ঘোর নিশীথের মাঝে কে জাগে অাপন কাজে সেথায় পশে না কলধবনি । দেখ হোথা নূতন জগৎ, ওই কা’রা আত্মহারাবৎ ; যশঅপযশ বাণী কোনো কিছু নাহি মানি’ রচিছে সুদূর ভবিষ্যৎ । ○8 ○