পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী সেই আপনার গানে আপনি গলিয়া আপনারে তা’র ভুলবে, স্নেহে আপনার দেহে সকরুণ কর বুলাবে ! সুখে কোমল শয়নে রাখিয়া জীবন ঘুমের দোলায় চলবে । ওগো এর চেয়ে ভালে প্রখর দহন, নিত্যুর আঘাত চরণে ! যাব আজীবন কাল পাষাণ-কঠিন সরণে । যদি মৃত্যুর মাঝে নিয়ে যায় পথ, সুখ আছে সেই মরণে । ২৯শে জ্যৈষ্ঠ, ১৮৮৮