বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনন্ত প্রেম তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে, যুগে যুগে অনিবার । চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছে গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে, যুগে যুগে অনিবার । যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ-মিলন-কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির-রজনী ভেদিয়া তোমারি মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে । N9ᏜᏜ