পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ একজন বৃদ্ধ ভিক্ষুকের প্রবেশ গান ভিক্ষে দেগো ভিক্ষে দে । দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলিনে। লক্ষ্মী তোদের সদয় হন, ধনের উপর বাড়ক ধন, আমি একৃটি মুঠো অন্ন চাইগো তাও কেন পাইনে । ঐরে স্বৰ্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে, পিপাসাতে ফট্‌চে ছাতি চলতে যে আর পারিনে। ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে, একৃটি মুঠো দিবি শুধু আর কিছু চাহিনে! একদল সৈনিক । ( ধাক্কা মারিয়া ) সরে যা, সরে যা, পথ ছেড়ে দে ! বেটা, চোখ নেই! দেখচিস্নে মন্ত্রীর পুত্র আস্চেন!— (বাদ্য বাজাইয়া চতুদোলা চড়িয়া মন্ত্রিপুত্রের প্রবেশ ও প্রস্থান) সন্ন্যাসী । মধ্যাহ্ন আইল, অতি তীক্ষ রবিকর। শূন্য যেন তপ্ত তাম্র-কটাহের মত। বী কী করে চারিদিক ; তপ্ত বায়ুভরে থেকে থেকে ঘুরে ঘুরে উড়িছে বালুকা । সকাল হইতে আছি কি দেখি হেথা ! ২৭৭