বিষয়বস্তুতে চলুন

পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ আজ মধুরে মিশাবি মধু, পরাণবধু চাদের আলোয় ঐ বিরাজে মান করে থাকা আজ কি সাজে । সন্ন্যাসী । সহসা পড়িল চোখে এ কি মায়াঘোর, জগতেরে কেন আজ মনোহর হেরি ? পশ্চিমে কনক সন্ধ্যা সমুদ্রের মাঝে স্বধীরে নীলের কোলে যেতেছে মিলায়ে ; নিক্ষে বনভূমিমাঝে ঘনায় আঁধার, সন্ধ্যার স্থবৰ্ণ ছায়া উপরে পড়েছে ; চারিদিকে শান্তিময়ী স্তব্ধতার মাঝে সিন্ধু শুধু গাহিতেছে অবিশ্রাম গান । বামে দূরে দেখা যায় শৈল-পদতলে শু্যামল তরুর মাঝে নগরের গৃহ । কোলাহল থেমে গেছে, পথ জনহীন । দীপ জ্বলে উঠিতেছে দুয়েকটি করে ; সন্ধ্যার আরতি হয়, শঙ্খ ঘণ্টা বাজে । প্রকৃতি, এমন তোরে দেখিনি কখনো ; এমন মধুর যদি মায়ামূৰ্ত্তি তোর দূর হতে বসে বসে দেখি না চাহিয়া !

మ\ల ఆ