পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসীর প্রবেশ সন্ন্যাসী । কোথায় চলেছ বাছা ? স্ত্রী । প্রণাম ঠাকুর ! ঘরেতে যেতেছি মোরা । সন্ন্যাসী । সেথায় কে আছে ? স্ত্রী । শাশুড়ি তাছেন মোর, অাছেন সেয়ামী, শত্র মুখে ছাই দিয়ে দুটি ছেলে আছে। সন্ন্যাসী । কি কাজে কটাও দিন বল মেরে বছা ! স্ত্রী। ঘরকন্ন কাজ আছে, ছেলেপিলে আছে, গোয়ালে তিনটি গরু তার করি সেবা, বিকেলে চরকা কাটি মেয়েটিরে নিয়ে। সন্ন্যাসী । স্তখেতে কি কাটে দিন ? তুঃখ কিছু নেই ? ॐछी । দয়ার শরীর রাজা প্রজার মা বাপ, কোনো দুঃখ নেই প্রভু রামরাজ্যে থাকি । সন্ন্যাসী । এটি কি তেমরি মেয়ে বাছা ? স্ত্রী । ই ঠাকুর । (কন্যার প্রতি ) যান রে, প্রভুরে গিয়ে কর দণ্ডবৎ । সন্ন্যাসী । আয় বৎসে কাছে আয় কোলে করি তোরে । আসিবিনে ? তুই মোরে চিনেছিস্ বুঝি— নিষ্ঠুর কঠিন আমি পাষাণ হৃদয়, আমারে বিশ্বাস করে অসিস্নে কাছে । ○>>