পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ কোটি কোটি যাত্রী ওই যেতেছে চলিয়া— আমিও চলিতে চাই উহাদেরি সাথে — যে পথে তপন শশী আলো ধরে আছে, সে পথ করিয়া তুচ্ছ, সে আলো ত্যজিয়া,— আপনারি ক্ষুদ্র এই খদ্যোত আলোকে কেন অন্ধকারে মরি পথ খুজে খুজে ? জগৎ, তোমারে ছেড়ে পারিনে যে যেতে, মহা অাকর্মণে সবে বাধা আছি মোরা — পাখী যবে উড়ে যায় আকাশের পানে মনে করে এনু বুঝি পৃথিবী তাজিয়া, ত ওড়ে—যত ওড়ে যত উদ্ধে যায়— কিছুতে পৃথিবী তবু পারে না ছাড়িতে— অবশেষে শ্রান্তদেহে নীড়ে ফিরে আসে । ( চারিদিকে চাহিয়া ) আজি এ জগৎ, হেরি কি আনন্দময় ! সবাই আমারে যেন দেখিতে আসিছে । নদী তরুলতা পার্থী হাসিছে প্রভাতে । উঠিয়াছে লোক জন প্রভাত হেরিয়া হাসিমুখে চলিয়াছে আপনার কাজে । ওই ধান কাটে, ওই করিছে কর্ষণ, ওই গাভী নিয়ে মাঠে চলেছে গাহিয়া ওই যে পূজার তরে তুলিতেছে ফুল, NᏬᎼᎽ