পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালীকীৰ্ত্তন । ২৭ অনন্তরূপিণী চারি বেলে নাহি সীমা । স্বামী মৃত্যুঞ্জয় তব তাড়ঙ্ক মহিম। ॥ ইন্দ্রিয়াণামধিষ্ঠাত্রী চিন্ময়রূপিণী । আধার কমলে থাক কুলকুগুলিনী ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড বটে নুশি করে কাল । সেইকালে গ্রাস করে বদন কয়াল ॥ এই হেতু কালীসাম ধর নারায়ণি । তথাচ তোমাল্পে বলে কালের কামিনী f ব্ৰহ্মরন্ধে শুরু ব্যান করে সব জীব । কালীমূৰ্ত্তি ধ্যানে মহযোগী সদাশিব ॥ পঞ্চাশৎ বর্ণ বটে বেদাগম সার । কিন্তু যোগীর কঠিন ভাব রূপ নিরাকার ॥ অীকার তোমার নাই অক্ষর আকার । গুণ ভেদে গুণময়ী হোরেছ সাকণর ॥ বেদবাক্য নিরাকার ভজনে কৈবল্য । সে কথা ন ভাল শুনি বুদ্ধির তারল্য ॥ প্রসাদ বলে কালরূপে সদা মন ধায় ৷ ” যেমন রুচি তেমনি কর নিৰ্ব্বাণ কে চায় ৷ পশুবংশ কাস্তি কাস্তি নেত্রে একবীর । লিরখ পতিতজনে ক্ষতি কি তোমার । তৃণে শৈলে কুপে গঙ্গাজলে চন্দ্রকর । সমান নিপাত ৰিশ্বব্যক্ত শশধয় ॥