পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆb *ीनौदलेो \ আর কেননাঙ্গে খাওয়াইতে চাওঁ, আলো চাল আর বুট ডিজনী । জগৎকে পালিচ্ছেন যে মা, সাদরে তাও fক জাননা। ও;ে কেমনে দিতে চাল বলি, মেষ মহিষ আর ছাগলছান।।১৩২ রাগিণী টুরি জায়েনপুরা-তাল একতালা। সময় তো থাকবে না গো ধু, কেবল কথা রবে। কথা রবে, কথা রবে, মাগো জগতে কলঙ্ক রবে J. ভাল কিবা মন্দ কালী, অবশ্য এক দাড়া হবে। সাগরে যার বিছান মা, শিশিরে ভার কি করিবে ॥ দুঃখে দুঃখে জর জর, আর কত যা দুঃখ দিবে। কেবল ঐ দুর্গানাম, শ্যাম নামে কলঙ্ক রটাবে ॥১৩৩ somosom-o. রাগিণী টুরি জায়েনপুী—তাল একতাল। আমায় ছুয়োন রেশমন আমার জাত গিয়েছে। যে দিন কৃপাময়ী অামায় কৃপা করেছে ॥ শোরে শমন বলি আমার জাত কিসে গিয়াছে (ওরে শমনরে) আমি ছিলেম গৃহবাসী কেলে সৰ্ব্বনাশী আমtয় সন্ন্যাগী করেছে। মন রসন এই দুজন, কালীর নামে দল বেঁধেছে (ওরে শমনরে)। ইহ করে শ্রবণ রিপু ছয়জন ডিঙ্গ ছাড়িয়াছে ॥১৩৪