পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাব্য-সঞ্চয়ন ইন্দ্রের তুমি বন্দ্র গড়েছ দধীচির দৃঢ় হাড় কুঁদে, গ্রহ তারা তুমি গড়েছ ফু দিয়ে ছিন্ন-ভাঙ্গুর জালার মালায় গড়িলে শিবের শূল তুমি, যমের জাঙাল গড়িতে গড়িতে রেখে দিলে কেন মুলতুবি ! তারার খিলান রয়েছে যে তার আধখানা আসমান জুড়ে, কীৰ্ত্তি তোমার উজ্জল জাগে অনাদি অন্ধকার কুঁড়ে ! 暈 擊 景 রাজ-কারিগর বিশ্বকৰ্ম্ম । স্বৰ্গলোকের মিস্তিরি । তোমার হুকুমে যত কারিগরে ঘরে ঘরে নব দ্যায় ছিরি ? 皋 尊 奮 পথ গড় তুমি, রথ গড় তুমি, নখ-দপণে শিল্প-বেদ, সকল কৰ্ম্মে সিদ্ধহস্ত যজ্ঞ করিয়া সৰ্ব্বমেধ । অষ্টবসুর কুলের জুলাল ছনর তোমার সাত বুড়ি,

  • १२