পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর ভিক্ষা চিত্তহারিণী জাপানী বালিকা ওহীরু তাহার নাম, বুকে তার চেরা-ফুলের স্তবক রক্তিম অভিরাম ? জাক্স পাতি বালা পতি-বর মাগে প্রজাপতি-মন্দিরে ; থরে থরে ফুটে চন্দ্রমল্লি ওহারুর তক্ষ ঘিরে । কহিছে ওহীরু করষোড়ে “প্ৰভু ! দণও মোরে হেন, বর, উৎজক যার উষ্ণ নিশাসে নিবে আসে চরাচর ;– নিশ্বাসে যার নেশা হয় ক্ষণে ক্ষণেকে দৃষ্টি হরে - ওহীরুর বুকে চন্দ্রমল্লি চেরি-ফুল থরে থরে । “দাও, প্রজাপতি । দাও মোরে পতি দাও মোরে হেন বর,— গোপন সাক্ষর মৰ্ম্মর সম যার কণ্ঠের স্বর – যেই সাক্ষ দেশে চুপে চুপে পশে বাসস্তী চাদ একা ।” ওহীরুর বুকে চারু চেরী-ফুল চন্দ্রমল্লি লেখা ! 之蛇8