পাতা:কামিনী কুসুম নাটক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । >守 নলিনী। পারি, একটু একটু পারি। হেম । কতদূর পড়েছ ? নলিনী । ছাত্রবৃত্তি শ্রেণীতে এবার উঠেছিলাম, তাব পৰ বাব। আব প’ড়তে দিলেন না । হেম। মেঘনাদ-বধ কাব্য পড়েছ ? নলিনী । একটু খানি পড়েছি। হেম । আব কি পড়েছ ? নলিনী। লীলাবর্তী, শকুন্তল। এই সব ੋ | হেম । লীলাবতী নাটকে শারদাসুন্দরী কে বলতে পাব ? নলিনী । শাবদ সুন্দরী হেমৰ্চাদের স্ত্রী হেম । উহাব চবিত্রেব বিষয় সমস্ত জান ? নলিনী। জানি । হেম। ঐ রূপ তুমিও হতে পাবে ? নলিনী। (ज्ञान ও অধোবদনে) পা-রি-ব । যীশ। (হেমেব প্রতি তুমি যে আর কিছু বাকি রাখলে না! আর কাজ নাই, ঢেব হয়েছে। ভিনটার গাড়ীতে যেতে হবে। (নলিনীর মাভার প্রতি)ভবুে আজ আমরা আসি। নলিনীব মাত । সে কি কথা, তাও কি হ'তে পারে ? ঝি। দু্যাগা, মনে ধ'ল কি ? সতীশ। মনে ধরা ভাব কি, সমস্তই স্থির রহিল। রবিবাব কৰ্ত্তারা আসিয়া কেবল দিন স্থির করে যা’বেন। ঝি । একবার ভিতরে চলুন। [ সকলের প্রস্থান !