পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ৬৫ চপল । ওরে আমার গোবৰ্দ্ধন ! নমির পুতুল, গ'লে ঘেও ন। যেম ! খান সুচার লেপ নিয়ে আয় ত লী, একেবার ঠ}ও করে দিই। (লস্থাপ তানয়ন) এই নাও, পাখ। মাও । (চারি খান। শেহাপ গাত্রোপরি স্থাপন) আর চাই কি ! কামিনী । ধর লো, ধর । বড় গরম লেগেছে । বেশ ক’রে ঠাণ্ড করে দে । (সকলের চাপিয়া ধরণ) ষ্টেম। এ মন্দ তামাস নয় । গরমে মরে গেলু বে। আর তামাসায় কাজ নেই। মরে গেলুম, লেপ খুলে দাও। চপল। তামাসা আবার কি দেখলে ! গরম সোধ হয়েছে, ঠাণ্ড করে দিচ্চি। ঠাণ্ড হওঁ ! হেম । বাপূরে মরে গেলুম যে। প্রাণ গেল। লেপ খোলো । ওগে। তোমাদের মিনতি করি, লেপ খোলে । প্রাণ যায় তার আমার পাথায় কাজ নাই। ভোমাদের কিছু বল্ব ন। ছেড়ে দাও, ওগো প্রাণ গেল, ছেড়ে দাও, তার চেঁচাতে পারি না। লেপ খুলে দাও গেলুমবিমলা । থাম না, তার কেন ? ঢের হয়েছে । হেম । বাপ রে ; প্রাণ গেল । বাবা:–হে ঈশ্বর, তোমার কি করেছিলাম । তুমি কেন এমন বাধ সাধিলে ? বাপ রে, খেলুম। প্রয়ভমে ! মনে করেছিলাম তোমার পেয়ে উভয়ে স্বর্ণসুখ ভোগ করব । হা পরমেশ্বর, মনেমত নিধি দিয়া ভোগ করতে দিলে না। ও মা, একি হল । প্রাণ গেল যে ! ওগো কেউ এসে একবার লেপ খুলে দাও। আর বঁচি না । ও: বাবাঃ, স্থাপিয়ে প্রাণু