পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* o কামিনী কুসুম। ও:-আজ আমার কি সৰ্ব্বনাশ! ভাবিলে বুক কেটে সাধু --- ফারাকারী। আর কেঁদে কি করবেন বলুন । সৰ্ব্বনাশ য। হয়েছে তা বলে আর কি জানাবেন । ইহা অপেক্ষ কি অধিক সৰ্ব্বনাশ হবে । কিন্তু বৃথা কেঁদে ফল কি ! চলুন বাহিরে চলুন। আমার কথা শুনুন, শান্ত হউন, যা হবার ভা খুবই হয়েছে, এখন শাস্তু ইউন । - চোলানাথ । ই ভারাকালী বাবু, আবার আমাকে বুকাইছেছেন , আর আমার কি আছে, আর কি ব’লে বুঝাবেন। আর কি নিয়ে আমি থাকিব ? আরাকালী । কি করবেন বলুন, জগৎ শুদ্ধ সকলেরই এই ভাব, আপনার নুতন ত নয় । ভোলানাথ । ( সরোদনে ) ও কথা বলবেন না। অামার মত্ত সৰ্ব্বনাশ কার হয় ? আমি কি কর্তে এলাম, আমার কি হ’ল । আমি আর কি নিয়ে বাড়ী যাব ? দিম । ভোলানাথ বাবু, স্থির ইউন, আমারও দেখুন দেখি কি সৰ্ব্বনাশই হইল, আমায় যে জাবার চিরকাল জলিতে হবে। ক্ষাস্ত হউন, বাহিরে চলুন। - ভারাকালী। আমাদের কথা শুনুন, চিরকালই ত ক্লাদ বেন। এখন ক্ষান্ত হউন, চলুন বাহিরে যাই । (ভোলানাথের হাত ধরিয়া তারাকালী ও দিনর প্রস্থান।)