পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

nsiপৰ্ব্ব ৷ মনসার ধ্যান—দেবীমম্বা-মহীনাং শশধরবদনাং চারুকান্তং বদন্তং । ২৪৭ zব যজ্ঞে যাইব দেখিব নারায়ণ । সঙ্গেতে লইব পুরে বৈসে যত জন ॥ বিভীষণে নিমন্ত্রিয়া ইন্দ্রের কুমার । ইন্দ্রপ্রস্থে ফিরিয়া গেলেন আরবার ॥ রাজগণ নিমন্ত্রিতে দূতগণ গেল । শ্ৰুতমাত্র নৃপগণে সকল আইল ॥ দুতবাক্য হেলা করি না আসে যে জন । অৰ্জুন আনেন তারে করিয়া বন্ধন ॥ সভাপর্ব স্থধারস রাজসূয় কথা ॥ কাশীরাম দাস কছে মৃধাসিন্ধু গাথা ॥ পাতালে পার্থের যাত্রা । অৰ্জ্জুনেরে জিজ্ঞাসেন দেব নারায়ণ । বল কারে কারে করিলা হে নিমন্ত্রণ ॥ শুনিয়া অৰ্জ্জুন নিবেদিলেন যতেক । পুস্তক বাহুল্য হয় লিখিলে ততেক ॥ করিলেন কুবের আদিকে নিমন্ত্রণ। প্রত্যেক বৃত্তান্ত সব কহেন অর্জুন ॥ গোবিন্দ বলেন যাও পাতাল ভুবন । শেন নাগরাজে গিয়া কর নিমন্ত্রণ ॥ স্বর্গে ইন্দ্র দেবরাজ পাতালে বাস্তুকী । তোমা বিনা অন্যে যায় এমন না দেখি ॥ বাম্বকী আইলে যজ্ঞ হইবে সম্পূর্ণ। বিলম্ব নকর সখা যাও তুমি পুনঃ ॥ গোবিন্দের বচনে বিলম্ব না করিয়া । পাতালে গেলেন পার্থ রথে আরোহিয়া ॥ উপস্থিত হইলেন নাগের আলয় । চৌদিকে বেষ্টিত ফণী শেষ মহাশয় ॥ দশ শত ফণা ধরে মস্তক উপর । তিন শত ফণাতে শোভিত চরাচর ॥ কূৰ্ম্মপৃষ্ঠে উপবিষ্ট বেষ্টিত রতন । উজ্জ্বল করিয়া সবে পাতাল ভুবন ॥ নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয় । , করযোড় করিয়া কহেন সবিনয় ॥ শেষ জিজ্ঞাসেন কেন তব আগমন । প্রত্যক্ষ কহেন পার্থ সৰ্ব্ব বিবরণ দু রাজসূয় নিমিত্ত তোমার নিমন্ত্ৰণ । স্নররাজ সহিত আসিবে সৰ্ব্বজন ॥ ব্ৰহ্মা শিব ইন্দ্র আদি যত দিকপতি। সেই যজ্ঞে অধিষ্ঠান হবেন সম্প্রতি ॥ সেই হেতু আইলাম তোমার ভবন । রাজসূয় মহাযজ্ঞে করিব গমন ॥ হাসিয়া কহেন শেষ শুন ধনঞ্জয় । তব যজ্ঞে আছেন গোবিন্দ মহাশয় । হৰ্ত্ত কর্তা সেই প্রভু বিধি বিধাতfর । সৰ্ব্ব যজ্ঞ ফল পায় দর্শনে যাহার ॥ যথা কৃষ্ণ তথার আছয়ে সৰ্ব্বজন । ব্ৰহ্মা আদি শিব যত দিকৃপালগণ । অকারণ আমা সবাকারে নিমন্ত্ৰণ । | مبر সেই কৃষ্ণে ভালমতে করহ অর্চন ॥ সকল হইবে তুষ্ট র্তারে তুষ্ট কৈলে । স্বথ পায় শাখা, জল দিলে বৃক্ষমূলে । অৰ্জ্জুন বলেন দেব কর অবধান ! যতেক কহিলা তুমি বেদের প্রমাণ ॥ নিজ বশ নহি সবে তার মায়াবন্ধ । জানিয়া শুনিয়া পুনঃ হয় মায়াধন্ধ ৷ পুনঃ নাগরাজ বলে অর্জনে চাহিয়া । আইলে আমারে নিতে কিছু না জানিয়া ॥ মস্তক উপরে আমি ধরি যে সংসার । ! আমি গেলে যজ্ঞে কে ধরিবে ক্ষিতিভার ॥ অর্জুন বলেন কৃষ্ণ কহেন আমারে । যজ্ঞপূর্ণ হবে তুমি গেলে তথাকারে ॥ ক্ষিতিভান্স হেতু যদি করহ বিচার। তুমি যাও আমি লব পৃথিবীর লর ॥ এত শুনি বিস্ময় মানিয়া বিষধর । হাসিয়া অৰ্জ্জুন প্রতি করিল উত্তর ॥ পৃথিবী ধরিবে হেন করিলে স্বীকার। পৃথিবী ছাড়িমু বাক্য পাল আপনার ॥ এত শুনি ধনঞ্জয় লইয়া গাণ্ডীব । করযোড়ে প্রণমিয়া শিবদাতা শিব ॥ ভক্তিভাবে কৃষ্ণনাম করিয়া স্মরণ । - শিরে দ্রোণাচাৰ্য্য পদ করিয়া বন্দন ॥