পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্ৰোণপৰ্ব্ব । ] . দেবীং বন্ধহিমাংশু রত্নমুকুটাং বন্দে সমন্স্মিতাং ॥ vსo > -oদেখি তবে ধাইল যতেক যোদ্ধাগণ । @মের উপরে করে বাণ বরিষণ ॥ গদ ল’য়ে বৃকোদর বায়ুবেগে ধায় । রথ গজ চুর্ণ করে সম্ম-খে যে পায় ॥ তবে দুর্য্যোধন বীর হইয়া কাতর। যুঝিবারে দিল দশ সহস্ৰ কুঞ্জর ॥ হস্তীগণে লইয়া মাহুত সেনাপতি । ভীমের উপরে সে আইল শীঘ্ৰগতি ॥ কুঞ্জর দেখিয়া বীর হরিষ অন্তর । রথ এড়ি গদা ল’য়ে ধাইল সত্বর ॥ ছাগলের পাল দেখি ব্যাঘ্ৰ যেন ধায় । শত শত হস্তী বীর মারে এক ঘায় ॥ প্রহারে প্রহারে গদা আধা হয় খণ্ড । তাহা ফেলাইয়া বীর ধরে করি শুণ্ড ॥ অন্তরীক্ষে ঘুরাইয়া ফেলায় কুঞ্জরে । স্থির বায়ু মধে রহে গগন উপরে ॥ ভগ্ন গদা ফেলাইল শূন্ত হৈল কর । শূন্য করে যুদ্ধ করে বীর বৃকোদর ॥ হস্তীর উপরে হস্তী মারে ফেলাইয়া । হস্তী হস্তী চাপনে পড়িল চুৰ্ণ হৈয়া ॥ শূন্তহস্তে ভীমবীর যুঝে রণমাঝে । হেন বীর নাহি দেখি, অস্ত্র ধরি যুঝে ॥ মহাক্রোধে বৃকোদর হৈল ভয়ঙ্কর । অবিলম্বে মারে দশ সহস্ৰ কুঞ্জর ॥ রণমধ্যে বৃকোদর নিরস্ত হইল । দেখিয়া সূর্য্যের পুত্র অগ্ৰেতে ধাইল ॥ নানা অস্ত্র প্রহারয়ে ভীমের উপর । কর্ণেরে দেখিয়া ধায় বীর বৃকোদর ॥ দুষ্টাঘাতে মারিল রথের চারি হয় । এক চড়ে সারথিরে দিল যমালয় ॥ মইক্রোধে লাথি মারে রথের উপর । চূর্ণ হয়ে রথ পড়ে সংগ্রাম ভিতর ॥ রপ চূর্ণ দেখি পলাইল কর্ণ বীর । ভীমের সম্মুখে আর কেহ নহে স্থির ॥ শূন্তহস্ত বৃকোদর সংগ্রাম ভিতর । মথ তুলি মারে আর রথের উপর ॥ যেই দিকে বৃকোদর ক্ৰোধদ্বষ্টে ধায় । হয় হস্তী রথ রথী সকল পলায়ু ॥ ভারত যুদ্ধের কথা কে বণিতে পারে । অদ্ভুত দেখিয়া দেবগণ র্কাপে ডরে ॥ হেনকালে অস্ত গেল দেব দিবাকর । কৌরব পাণ্ডব গেল আপনার ঘর । মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ॥ অৰ্জুনের সহিত দুৰ্য্যোধনাদির ক্রমশঃ যুদ্ধ । পরদিন প্রভাতেতে যত বীরগণ । সসৈন্য চলিল সবে করিবারে রণ ॥ যোদ্ধাগণ চলিল চড়িয়া-দিব্যরথে । গজবাজী পদাতিক চলে যুথে যুথে ॥ হস্তী হস্তী মল্লে মল্লে মহাযুদ্ধ করে । অশ্বে আসোয়ার যুঝে নানা অস্ত্র ধ’রে ॥ হেনকালে ধনঞ্জয় কৃষ্ণে আগে করি । | রণস্থলে আইলেন হাতে ধনু ধরি ॥ গগন ছাইয়া বীর এড়িলেন বাণ । কোটি কোটি সেনাপতি ত্যজিলেক প্রাণ ॥ ক্রোধেতে অৰ্জ্জুন যেন দীপ্ত হুতাশন । প্রাণ ল’য়ে পলাইয়া যায় সেনাগণ ॥ সৈন্যভঙ্গ দেখি তবে রাজা দুর্য্যোধন । কোপমনে রথে চড়ি করিল গমন ॥ অৰ্জ্জুন উপরে মারে পূরিয়া সন্ধান । একেবারে প্রহারিল দশ গোট বাণ ॥ অৰ্দ্ধপথে ধনঞ্জয় করে খান খান। ছয় বাণ মারিলেন পূরিয়া সন্ধান ॥ দুই বাণে কাটিলেল ধ্বজ মনোহর । চারি বাণে, অশ্বগণ গেল যমঘর ॥ দুই বাণ এড়িলেন যেন যমদণ্ড । সারথির মাথা কাটি কৈল খণ্ড খণ্ড ॥ নিরথিয়া দুর্য্যোধন কম্পিত অন্তর। রথ এড়ি গদা ল’য়ে ধাইল সত্বর ॥ গদা ফেলি মারিলেক অৰ্জ্জুনের রখে । | দারুণ প্রহারে রথ লাগিল কঁাপিতে ॥